আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে আতঙ্কিত হিন্দুরা বাড়ি ফিরেছে

বিএনপি-জামায়াতের সহিংসতার  ভয়ে রোববার রাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে এসে ইসকন মন্দিরে আশ্রয় নেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার হিন্দুরা প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে এলাকায় ফিরে গেছেন আজ।

ইসকন মন্দির সূত্রে জানা গেছে, ইসকন মন্দিরে আশ্রয় নেওয়া হিন্দুরা সকালে এলাকায় ফিরতে শুরু করেন। দুপুরের মধ্যে অধিকাংশ পরিবারের সদস্যরা মন্দির ছেড়ে বাড়িতে ফিরে যান। কিন্তু এরপরও ৩-৪টি পরিবারের লোকজন তাদের বাড়িতে ফিরে যেতে সাহস পান নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আজ সন্ধ্যার পর ১৫০-২০০ পরিবার মন্দির ছেড়ে ফিরে আসার পর আবার বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

হুমকি পেয়ে আতঙ্কিত লোকজনের অনেকেই আবার সন্ধ্যায় মন্দিরে ফিরে আসে। অনেকে মন্দিরে না গিয়ে পাশের জেলা পঞ্চগড়ের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেন। অশুতোষ চন্দ্র বলেন, বাড়ির পুরুষের কথা ভাবছি না, মেয়েদের রাতে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়ার কথা ভাবছি।

স্থানীয় লোকজন ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ভোট চলাকালে বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালান। এ সময় তারা বিদ্যালয়ের ব্রেঞ্চ ও টেবিল ভাংচুর করেন।

পরে তারা দেউনিয়া বাজারে হিন্দুদের ২০-২৫টি দোকান ভাংচুর ও মালামাল লুট করেন। এঘটনার পর আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে শিমুলডাঙ্গী গ্রামের আবু হানিফ নামে এক বিএনপি কর্মী মারা যান। পরে বিএনপির কর্মীরা গড়েয়ার বিভিন্ন জায়গায় হিন্দুদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপি-জামায়াতের কর্মীরা ওই গ্রামের গিয়ে হিন্দুদের হত্যার হুমকি দেন। আতঙ্কে তারা রোববার সন্ধ্যার পর থেকে শিশু, নারীসহ সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে ঠাকুরগাঁও শহরের ইসকন মন্দিরে আশ্রয় নিতে শুরু করেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ সোমবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান। তারা  মন্দিরে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে সাহস দেন। পরে আশ্রয় নেওয়া লোকজনের দাবির প্রেক্ষিতে ওই এলাকায় সেনা টহল ও পুলিশের অস্থায়ী চৌকি বসানো হলে তারা বাড়ি ফিরতে শুরু করেন।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, আতঙ্কিত হিন্দু পরিবারের লোকজন মন্দির ছেড়ে বাড়ি ফিরে গেছেন। তাদের নিরাপত্তার জন্য ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.