আমাদের কথা খুঁজে নিন

   

রংপুর-৬ আসন ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা

শপথ নেওয়ার আগেই রংপুর-৬ আসন ছেড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়ে শেখ হাসিনার চিঠি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে পেঁৗছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পিএস-২ সেলিমা খাতুন ও দলের সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবীর কাওছার আওয়ামী লীগ সভানেত্রীর চিঠি নিয়ে ইসিতে আসেন। দশম সংসদে শেখ হাসিনাই একমাত্র প্রার্থী যিনি দুই আসনে (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬) প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। কাওছার বলেন, সিইসি বরাবর চিঠিতে শেখ হাসিনা লেখেন, আমি দুই আসনে নির্বাচন করে জয়লাভ করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, রংপুর-৬ সিটটি ছেড়ে দেব। আর গোপালগঞ্জ-৩ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.