আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ১৩২

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ ও গোপালগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ২৩ বাড়ি ও দোকান। কুমিল্লায় ভাইয়ে ভাইয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সংঘাতে আহত হয়েছেন ৯৭ জন।

শরীয়তপুর : সদর উপজেলার চন্দ্রপুর রায়পুর গ্রামে গতকাল পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ২০টি বাড়িতে।

গোপালগঞ্জ : কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ও তিনটি দোকান ভাঙচুর করা হয়। বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লা : নাঙ্গলকোটে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে হারুনুর রশিদ নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার বেরীগ্রামে দুই ভাই আবদুল মজিদ ও আবদুর রহিমের সমর্থকদের মধ্যে শুক্রবারের এ সংঘর্ষে আহত হন ২০ জন। এদিকে দ্বেবিদারে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।

ফরিদপুর : নগরকান্দা উপজেলার ছাগলদি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন।

বরিশাল : হিজলা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে শুক্রবারের সংঘর্ষের জের ধরে গতকাল ফের সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা ছাড়াও প্রতিপক্ষের হামলায় ৭ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে গৌরনদী বছার ও কেফায়েত নগর গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে ১০ জন । নড়াইল : লোহাগড়া পৌর শহরের সরদারপাড়ায় দুর্গাপূজার চাঁদার টাকা ধার্য্য করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাটোর : বড়াইগ্রামের নাজিরপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি ঘর ও দোকান ভাঙচুর করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.