আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখগুলো উড়িয়ে দিলাম

আমি কেউ নই , আমি শরীরের ভিতরে শরীর , গাছের ভিতরে গাছ , এই অনন্ত দিনরাত্রির মধ্যে একটি বুদ্বুদ । আমি মানুষের মতো কিন্তু মানুষ না ।

মনের ভেতর ঘোমটা দিয়ে দুঃখগুলো উড়িয়ে দিলাম
এতদিনের মনটাতেও আমি কি সেই আমিই ছিলাম!
ভাবছি এখন একলা রাতে ভুল বুঝি সব আমার ছিল
কী হয়েছে বুঝি না আর, দুঃখগুলো বুক বাঁধিল।

মন খারাপের সুক্ষ্ম হিসেব বুঝবে কেউ! বুঝবে না তো
বুঝবে কী আর বোঝার তো নয়, রাখছি জমা মনের মতো,
ভালোবাসা মিথ্যে হয়ে চারিপাশে ঘুরছে ঠিকই
নষ্ট হয়ে এখন শুধু মিথ্যে দিয়েই স্বপ্ন আঁকি।

শূণ্যতা আজ ঘিরছে ভালোই, শূণ্য এমন মনটা পেয়ে
মনের ভেতর দুঃখগুলো আসছে ধেয়ে ভীড় জমিয়ে,
ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হবে রাত-বিরাতের মধুর স্বপন
ভালোই হবে আমিও ঠিক দুঃখগুলো করছি আপন।

হয়তো আবার হঠাৎ করে দুঃখরা সব পালিয়ে যাবে
ছটরফটর মনটা কেবল আমার মতো দিক হারাবে,
হয়তো আমি চুপসে যাবো হারিয়ে যাবো দূর সীমানায়
এক নিমিষে আসতে পারি খুঁজে নেয়া এক ঠিকানায়।

চাঁদটাকে আজ সাক্ষী রাখি— ভুলবি কী এই দিনের কথা!
পড়লে মনে ভুলিয়ে দিবি মনের যত দুঃখ ব্যাথা,
সবার সাথে চলছি তবু, অভিনয়ের ভালো থেকে
অভিনয়ে সব করা যায়, দুঃখ যা সব চেপে রেখে।

দুঃখ তুমি আর যেও না, পাশেই থেকো সারাটাক্ষণ
জীবনটাকে দুঃখে মিশে সত্য নিয়ে কাটবো জীবন,
এই জীবনেরা আনন্দরা মিথ্যা হয়ে বেঁচে থাকে
জীবন, তুমি ক্ষমা করো, মিথ্যে হয়ে আর না রেখে।

——————————————————————
কাজী যুবাইর মাহমুদ > “দুঃখগুলো উড়িয়ে দিলাম”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.