আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনোসরদের ত্বক আঁশযুক্ত ছিলো!

এক সময়ের পৃথিবীর সবচেয়ে বিশাল আকৃতির শক্তিশালী প্রাণী ডাইনোসর। এ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্যের নাম।

সম্প্রতি নতুন একটি গবেষণায় জানা গেছে, ডাইনোসরের দেহাবরণ সরীসৃপদের মত আঁশযুক্ত শক্ত খোলস দিয়ে আবৃত ছিলো। নতুন গবেষণাটি গতবছরের অক্টোবর মাসে Society of Vertebrate Paleontology এর বার্ষিক মিটিং এ উপস্থাপন করা হয়।

লন্ডনে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘরের পল ব্যারেট এবং টরোন্টোতে অবস্থিত রয়েল আন্টেরিও জাদুঘরের ডেভিড ইভান্স ডাইনোসরের উপর গবেষণা করেছেন।

তারা ডাইনোসরের টিস্যুতন্ত্র বিষয়ক ডাটাবেজ তৈরি করেন। ডাটাবেজে দেহাবরণে পালক কিংবা পালক সদৃশ কাঠামো থাকা প্রাণীদের চিহ্নিত করা হয় এবং এইসব প্রাণীর সাথে ডাইনোসরদের বংশগত মিলগুলো পর্যালোচনা করা হয়। গবেষণায় জানা যায় Theropods ডাইনোসরদের মধ্যে Tyrannosaurus ও Velociraptors ডাইনোসররা বিবর্তিত হয়েছে পালক সদৃশ প্রাণী থেকে।

আরো জানা গেছে যে Ornithischians ডাইনোসরদের মধ্যে Psittacosaurus and Tianyulong দের ত্বকে কাঁটা কিংবা আঁশ ছিলো। অধিকাংশ ডাইনোসরই শেষ পর্যন্ত পুরো আঁশযুক্ত কিংবা বর্ম টাইপ ত্বক দ্বারা আবৃত ছিলো।

তথ্যসূত্রঃ দি টেক জার্নাল

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।