আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদার্সকে উড়িয়ে দিল শেখ জামাল

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের হ্যাটট্রিকে ৪-১ গোলের জয় পেয়েছে জামাল। এ লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।

হাইতির ফরোয়ার্ড সনি নর্দের অনুপস্থিতিতে শেখ জামালের আক্রমণে মোটেও প্রভাব পড়েনি; বরং শক্ত প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দাপট দেখিয়েছে তারা।

ম্যাচের ১৮ মিনিটে ডার্লিংটনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। স্বদেশী মিডফিল্ডার ইকচুকু ওকেমেরির নিচু ক্রসে ডার্লিংটন প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।



ম্যাচের ২৬ মিনিটে ঘানার ফরোয়ার্ড ইসা ইউসুফ পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরান। বক্সের ভেতরে শেখ জামাল ডিফেন্ডার রায়হানুল ইসলাম ব্রাদার্সের নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।

এর পরেই শেখ জামাল পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের ৩৩ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার পাস থেকে এক ডিফেন্ডার ও গোলরক্ষকে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন ডালিংটন। দুই মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূর্ন করেন তিনি।



শেখ জামালকে চতুর্থ গোলের দেখা পেতে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। শেষ বাঁশি বাজার নয় মিনিট বাকি থাকতে ডার্লিংটনের পাসে ওয়েডসন ডান পায়ের ভলিতে বল জালে জড়ান।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।