আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটাই সংকট, উই আর ফাইটার: মঞ্জু

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রথম দফায় আওয়ামী লীগের সাংসদদের সঙ্গে শপথ নেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই সংসদ সদস্য। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বচিত সাংসদদের শপথ পড়ান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, “সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ বাতিল হওয়ার সুযোগ নেই। ”

নতুন সরকার দায়িত্ব নিলে চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “জীবনটাই সংকট। উই আর ফাইটার।

উই ফাইট। ”

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। গত ৫ জানুয়ারির ভোটের পর নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে অবরোধ চালিয়ে আসছে তারা।  

নির্বাচিত সব সংসদ সদস্যকে নিয়ে দশম জাতীয় সংসদ চলবে বলে আশা প্রকাশ করেন দৈনিক ইত্তিফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।

নতুন সরকারের মন্ত্রিসভায় আসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আগে দিক তো।

তারপর দেখবো। ”

১৯৯৬-২০০১ সাল মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন সে সময় জাতীয় পার্টির নেতা মঞ্জু।    

মহাজোট সরকারের গত পাঁচ বছরে রাজনীতির মাঠে ততোটা সরব দেখা যায়নি আনোয়ার হোসেন মঞ্জুকে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড় শুরুর পর একদিন ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.