আমাদের কথা খুঁজে নিন

   

ব্লিটজ সম্পাদককে ৭ বছর কারাদণ্ড

ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ রায় ঘোষণা করেন।

এসময় তাকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। রায় শেষে শোয়েবকে সাজার পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। শোয়েব এ মামলায় জামিনে থাকলেও অন্য একটি মামলায় কারাগারে আটক ছিলেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৯ নভেম্বর অভিযুক্ত ব্লিটজ সম্পাদক ইজরায়েল যাওয়ার উদ্দেশে জিয়া বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অফ পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি উদ্ধার করা হয়। ২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই কনফারেন্স হওয়ার কথা ছিল। উক্ত ভাষণে বাংলাদেশে আল-কায়দাসহ ইসলামী জঙ্গিবাদী সংগঠনের তৎপরতা কথা উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গেরিলা ট্রেনিংয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিন লাদেন, ইয়াসির আরাফাত ও সাদ্দামের পক্ষে যুদ্ধ করতে জিহাদের শিক্ষা দেওয়া হয় বলেও উল্লেখ ছিল ভাষণের কপিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।