আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে অরিন্দম কহিলা বিষাদে



জাতীয় খবরঃ ১৯৯১ সালের পর থেকে এই প্রথম কোন ধরণের রাষ্ট্রীয় প্রোটকল এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন খালেদা জিয়া।

আন্তর্জাতিক খবরঃ জামায়াতের সঙ্গে জোট চিরস্থায়ী নয়। সময়মত জোট ভেঙ্গে দেয়া হবে। বিদেশি গণমাধ্যমে বলেছেন খালেদা জিয়া।

খবরের পেছনের খবরঃ অবশেষে অরিন্দম কহিলা বিষাদে।



অপ্রাসঙ্গিক বেহুদা কথাঃ
সেই মার্চে লেখা পুরোন একটা গল্প মনে পড়ে গেলো। তাই আবার শেয়ার করলাম...।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর সিঙ্গাপুরের তিন ডাক্তারের(সার্জন) মাঝে কথোপকথনঃ

অস্ট্রেলিয়ান; আমাদের দেশ সার্জিক্যাল চিকিৎসায় এতো উন্নত হয়েছে যে আমাদের এক সাঁতারু হাত ছাড়াই অপারেশনের মাধ্যমে লাগানো নকল হাত দিয়া প্যারা অলিম্পিক রেকর্ড কাঁপাইয়া দিছে।

দঃ আফ্রিকান; আরে ধুর, তুমার প্যারা অলিম্পিক পিছনের পকেটে ঢুকাইয়া রাখো। আমগো অস্কার পিস্টোরিয়াস তো দুই পায়ের বদলে আমগো লাগানো নকল পা লইয়া শুধু আসল অলিম্পিক না পুরা খেলাধুলার ইতিহাসই কাঁপাইয়া দিছে।

বুঝ এইবার আমগো খ্যামতা।

সিঙ্গাপুরের ডাক্তার এইসব কথা শুইনা হাঁসতে হাঁসতে গড়াগড়ি খাইতেছে।
ঘন্টাখানেক পর হাসি কোনমতে একটু থামাইয়া বাকি দুইজনের উৎসুক চেহারার দিকে তাকাইয়া কইলো;
তুমরা মিয়ারা যা হাসাইতে পারো। তুমরা সার্জিক্যালের কি বুঝ?
বাংলাদেশের জনৈক গোলাপি মাথার মগজ নষ্ট হওয়াতে আমগো কাছে আইছিলো। তার প্রবল ইচ্ছায় আমরা একটা সিন্ধুপাড়ি ছাগল কাইটা ওইটার মগজ তারে লাগাইয়া দিছি।

বিশ্বাস করো আর নাই করো, সামান্য এই ছাগলের মগজ নিয়া হেতায় তারপর দেশের সব মানুষের সামনে অবিকল মানুষের গলায় তেনাইয়া তেনাইয়া পুরা একপাতা কবিতা পইড়া শুধু বাংলাদেশ না পুরা বিশ্ব কাঁপাইয়া দিছে।

বিঃদ্রঃ উপরোক্ত কাহিনীটা সম্পূর্ণ আবেগ এবং কল্পনাবিবর্জিত একটি অনুর্বর মস্তিস্কের খোয়াব হইতে প্রাপ্ত। যদি আপনি বাস্তবিক কোন কিছুর সাথে কোন উহার কোন মিল খুঁজিয়া পাইয়াছেন বলিয়া মনে করিয়া থাকেন তাহলে দেরি না করিয়া পারিবারিক চিকিৎসকের পরামর্শ নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।