আমাদের কথা খুঁজে নিন

   

খারাপ লাগল.. দুইটার একটা শেয়ার করব, পর্ব -১ Let bygones be bygones

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility একটা খারাপ লাগা অন্য বিষয় নিয়ে ,সেটা অন্যদিনও বলা যাবে । আজ যেটা নিয়ে বকর বকর করব সেটা আরেক বিষয় । ফেইসবুক সবাই চিনি । কেউ যদি ফেইসবুকের দোহাই দিয়ে ৪২০ কিছু করে কেমন লাগে ? যদি সে কখনোই ২য় একাউন্টের কথা না তুলে ... আর যখন দেখা যায় ২য় একটি একাউন্টও আছে আর তাতে স্পর্শকাতর স্ট্যাটাসও আছে ? বন্ধু, বান্ধবী, ছেলে মেয়ে যেই হোক । আমারও একাধিক একাউন্ট আছে, লাইক ফ্রেন্ডশীপ বারাতে একাউন্ট পরিবর্তন করেছি একটাতেই এক্টিভ ।

যেহেতু নামে ফ্রেন্ডশীপ কাজে না তাই শত শত ফ্রেন্ড রাখার মানে নাই । যদিও অনেকে পরিচিতও আছেন । কিন্তু সহজে আরেকটা আই ডি করেছী । কিন্তু এমন কোন স্ট্যাটাস দেই নাই যেটা আমার অবস্থার বাইরে বা কাউকে কষ্ট দিতে পারে.. । (দিয়েছিলাম পাকি আর ভারত কে কষ্ট দিতে পারে এই জাতীয় কিছু সেটা দেওয়ার কারন ছিল , যদিও ভারতীয় ও পাকি সাহেবরা পরিচিতের লিস্টে আছে কাজের সূত্র ধরে ! ) কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে নয় ।

কিন্তু এই কাজটা অন্য কেউ করে খারাপ লাগে । আর তখন বেশী লাগে যখন কেউ কাউকে নিয়ে একটু ভাবে , আর তখনই ভাবে যে তাকে ভাবার সুযোগ দেয় ! যাই হোক । বটম পয়েন্ট হল খারাপ লাগছে । পুরোপুরি বলতে পারছি না, মেজাজ ভাল নাই, যদিও ব্যাপারটা অতদূর গড়ায় নাই যে আমার মনের অবস্থা আইলঅ ঝড় চলছে । কিন্তু খারাপ লাগছে ।

বাবা বলত ছোট থাকতে Let bygones be bygones. সেইটাই করা উচিত । কাজ করি মন ভাল থাকবে । আল্লাহ মহান, নামাজ পড়া শুরু করতে হবে, বদ সঙ্গ থেকে দূরে থাকতে হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.