আমাদের কথা খুঁজে নিন

   

৩৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

১. 'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. কাজী নজরুল ইসলাম ঘ. মির মশাররফ হোসেন

২. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-

ক. মাহেনও খ. সওগাত গ. ধূমকেতু ঘ. কালিকলম

৩. কোন গ্রন্থটি রাজা রামোহন রায়ের রচনা নয়?

ক. বেদান্ত চন্দ্রিকা খ. বেদান্ত গ্রন্থ গ. বেদান্ত সার ঘ. পথ্য প্রদান

৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-

ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত্র

গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

ক. মুকুট, ছুটি ও মুসলমানির গল্প

খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি

গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা

৬. 'জরাসন্ধ' কার ছদ্মনাম?

ক. চারুচন্দ্র চক্রবর্তী খ. সমরেশ বসু

গ. বিমল ঘোষ ঘ. চিন্ত্যকুমার সেনগুপ্ত

৭. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

ক. সধবার একাদশী খ. আলালের ঘরের দুলাল

গ. একেই কি বলে সভ্যতা? ঘ. নববাবু বিলাস

৮. নীল যে অম্বর = নীলাম্বর-কোন সমাস?

ক. বহুব্রীহি খ. তৎপুরুষ গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

৯. 'জঙ্গম' শব্দটির বিপরীত শব্দ-

ক. সৈকত খ. অরণ্য গ. স্থাবর ঘ. সাগর

১০. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

ক. নাটক খ. ছোটগল্প গ. প্রবন্ধ ঘ. গীতি কবিতা

১১. 'এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।' কে লিখেছেন?

ক. চণ্ডীদাস খ. বিদ্যাপতি

গ. রবীন্দ্রনাথ ঘ. কাজী নজরুল ইসলাম

১২. 'জন্ডিস' একটি-

ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস গ. গল্প সংকলন ঘ. নাটক

১৩. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-

ক. মি. উইলিয়াম খ. উইলিয়াম কেরি

গ. রামরাম বসু ঘ. জোশুয়া মার্শম্যান

১৪. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-

ক. সংবাদ রত্নাবলী খ. সংবাদ পূর্ণচন্দ্রোদয়

গ. সাহিত্য ঘ. আঙ্গুর

১৫. 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' কে রচনা করেন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. সুকুমার সেন

উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ

১২.ঘ ১৩.খ ১৪.ঘ ১৫.খ

 

 

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।