আমাদের কথা খুঁজে নিন

   

খারাপ আবহাওয়ায় গম সঙ্কটের মুখে যুক্তরাজ্য

গত বছর গ্রীষ্মে আবহাওয়া অনুকূল না থাকায় প্রায় ২০ লাখ টন গম উৎপাদন ব্যাহত হয়েছে।
আবার এ বছর যুক্তরাজ্যে শীতল আবহাওয়া বিরাজ করায় হেমন্তের ফসলও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ফারমার্স ইউনিয়নের (এনএফইউ)প্রেসিডেন্ট পিটার কেনডাল।
বিবিসি’র রেডিও ফোর’স টুডে প্রোগ্রামে কেনডাল গত বলেন, গত গ্রীষ্মে গম উৎপাদন গড়ে ৭ দশমিক ২ টন থেকে কমে হেক্টরপ্রতি ৬ দশমিক ৭ টনে দাঁড়িয়েছে।
তবে বিশ্ববাজারের গতিপ্রকৃতি অনুযায়ী, গমের এই স্বল্পতা রুটির দামের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেই আশস্ত করেছেন তিনি।
এ বছর ফসলের হালহকিকত সম্পর্কে কেনডাল বলেন, এ বছর কৃষকরা বপন করা গমের মাত্র তিন চতুর্থাংশ উৎপাদন করতে পেরেছে।ফলে যতটুকু উৎপাদন হওয়ার কথা ছিল তার চেয়ে এ বছর ইতোমধ্যেই ২৫ শতাংশ কম গম উৎপাদন হয়েছে।
২০১২ সালে ফসল উৎপাদনে খারাপ সময় যাওয়ার পর এ বছর কৃষকরা ভাল ফসলের আশায় ছিল। কিন্তু তা হয়নি, বলেন, এনএফইউ’র শস্য বোর্ডের চেয়ারম্যান ও গম কৃষক এন্ড্রু ওয়াটস।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.