আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্র শিল্পকে ব্যাংক ঋণ, শীর্ষে বাংলা

ভারতে ক্ষুদ্র সংস্থাগুলিকে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শীর্ষে। রাজ্যের এই সাফল্যের খবর গতকাল শনিবার নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে তিনি লিখেছেন, "অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থাগুলিকে ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে আমরা এক নম্বর। ২০১২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ক্ষুদ্র শিল্পক্ষেত্র ব্যাংক থেকে ৪ হাজার ৩৩১ কোটি টাকা ঋণ পেয়েছে, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সেই ধারা এখনও অব্যাহত আছে।

২০১৩ সালের এপ্রিল-ডিসেম্বর সময়কালে রাজ্যের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থাগুলিকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ফের দেশের মধ্যে প্রথম। এই ছ’মাসে এমএসএমই ক্ষেত্র ৮ হাজার ৯০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ হিসাবে পেয়েছে। অর্থাৎ, তার আগের বছরের তুলনায় উল্লিখিত সময়ে ব্যাংক ঋণের হার ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। "

ক্ষুদ্র সংস্থাগুলিকে ব্যাংক ঋণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই সাফল্য উল্লেখ করার পাশাপাশি এদিনের ফেসবুক বার্তায় গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের হতাশাজনক ফলাফলের কথা জানাতে ভোলেননি মমতা। এই রাজ্যগুলিতে বৃদ্ধির হার গড়ে ৫০ শতাংশের কম বলে জানিয়েছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.