আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্ট ফোনে চার্জ ধরে রাখার সেরা দশটি উপায়! টিউনার বিডি.নেট

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো স্মার্ট ফোনে চার্জ ধরে রাখার সেরা দশটি উপায়। আশা করছি সকল স্মার্টফোন মালিকদের ১০০% কাজে লাগবে।
স্মার্টফোনগুলো যেন একেকটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এমনকি সাধারণ কম্পিউটারের চেয়েও বাড়তি কিছু পাওয়া যায় স্মার্টফোনে। কিন্তু সব ব্যবহারকারীরই প্রায় এক অভিযোগ, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না।

আগের জমানার মোবাইল ফোনগুলোর তুলনায় স্মার্টফোনে কাজ করার সুযোগ অনেক বেশি বলে ব্যাটারিও বেশি ব্যবহূত হচ্ছে। তবে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখা যায়। আসুন তাহলে দেখে নেই স্মার্ট ফোনে চার্জ ধরে রাখার সেরা দশটি উপায়।
পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা- (Brightless)
প্রয়োজন ছাড়া সব বেতার সংযোগ বন্ধ- (WiFi,Bluetooth)
পুশ নোটিফিকেশন বন্ধ রাখা- (Sync Notification)
ওয়াই-ফাই ভালো- (Use WiFi)
ব্যবহার না করলে লক করে রাখা- (Phone Lock)
নির্দিষ্ট ধরনের অ্যাপলিকেশন- (Away Multi-Apps)
ব্যবহারের পর অ্যাপটি বন্ধ করা- (Stopping App)
ফোনটি কক্ষতাপমাত্রায় রাখা সর্বোত্তম- (Air Condition)
অপারেটিং সিস্টেম হালনাগাদ- (Firmware Update)
অতিরিক্ত ব্যাটারি- (External Battery)
( অবলম্বন- ডিজিটাল ক্রেভ এবং প্রথম আলো )
=>> আশা করি সকলের প্রথম আলো থেকে শেয়ার করা পোস্টটি অবশ্যই ভালো লেগেছে। আর যাদের একটু হলেও কাজে লেগেছে, মন্তব্য করে জানাবেন।

এছাড়া, যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ। ।
পূর্বে আমার ব্লগে প্রকাশিত সময় পেলে আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রন রইল


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.