আমাদের কথা খুঁজে নিন

   

একুশে টেলিভিশনে নতুন পাঁচ ধারাবাহিক

একুশে টেলিভিশন নিয়ে আসছে ৫টি নতুন ধারাবাহিক। ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে 'মামার হাতের মোয়া', 'চোখের বালি', 'ঘাসফুল', 'ভালোবাসা কারে কয়' এবং 'নতুন মা'। রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক 'চোখের বালি'র নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন পংকজ ঘোষ। ফজলুল হক আকাশের রচনায় 'মামার হাতে মোয়া' পরিচালনা করেছেন শিমুল সরকার। 'ঘাসফুল' নির্মিত হয়েছে অঞ্জন আইচের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায়। মোবারক দুর্বারের রচনায় 'ভালোবাসা কারে কয়' নির্মাণ করেছেন জাহাঙ্গীর আলম সুমন। শরৎচন্দ চট্টোপধ্যায় এর অসমাপ্ত উপন্যাস 'শেষের পরিচয়' অনুসরণে ধারাবাহিক নাটক 'নতুন মা'র নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট। চলতি মাসের মাঝা মঝিতেই পাঁচটি নাটকেরই প্রচার শুরু হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.