আমাদের কথা খুঁজে নিন

   

সিকিউরিটি ক্যামেরা আনছে স্যামসাং

প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ঘরের অভ্যন্তরে ব্যবহারের জন্য স্মার্টক্যাম এইচডি নামে ওই ডিভাইসে একটি বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। ৩২ জিবি মাইক্রোএসডি মেমরি কার্ডের মাধ্যমে ওই ক্যামেরায় ধারণকৃত ভিডিও সংরক্ষিত থাকবে। এছাড়া সফটওয়্যারের মাধ্যমে ক্যামেরার দৃষ্টি যায় এমন জায়গার কোনো অংশকে আলাদাভাবে নির্ধারণ করা যাবে।



আউটডোর ভার্সনের ক্যামেরা দিয়ে ১২৮ ডিগ্রি ওয়াইড অ্যাংগেল ভিডিও ধারণ করা যাবে। এছাড়া অ্যাপ ব্যবহার করে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারে ঘরের ভেতর ও বাইরের অবস্থা সম্পর্কে আপডেট তথ্য জানা যাবে। ওই অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মাধ্যমে ঘরের ভেতর ও বাইরে নজরদারি রাখা সম্ভব হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠানটি।
সিকিউরিটি ক্যামেরা দুটির জন্য ফেব্রুয়ারিতে অ্যাপস অবমুক্ত করার কথা জানিয়েছে স্যামসাং।
ইনডোর ও আউটডোর স্মার্ট সিকিউরিটি ক্যামেরার দাম পড়বে যথাক্রমে ১৮০ ও ২৩০ ডলার। মার্চ নাগাদ ক্যামেরা দুটি বাজারে পাওয়া যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.