আমাদের কথা খুঁজে নিন

   

সচিবালয়ে নতুন মন্ত্রীরা: সর্বপ্রথম নাহিদ

নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণের পরদিন আজ সোমবার সচিবালয়ে গিয়ে নিজ নিজ দফতর বুঝে নিচ্ছেন মন্ত্রীরা। তাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে সবার আগে বরণ করা হয়েছে নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। কারণ তিনিই সর্বপ্রথম সচিবালয়ে গিয়েছেন।

এরপর বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে সচিবালয়ে আসতে দেখা গেছে।

যেসব মন্ত্রী ও প্রতিমন্ত্রী সচিবালয়ে গিয়েছেন তাদের মধ্যে অনকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অনেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত জবাবও দিয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। যেভাবেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করব।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার এই উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

নতুন করে শুরু করা সব কাজই চ্যালেঞ্জিং। তবে এ দায়িত্বটা (আইন মন্ত্রণালয়) খুবই গুরুদায়িত্ব। এটাও চ্যালেঞ্জিং।

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল-অবরোধ প্রত্যাহার করায় বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা বুঝতে পেরেছে সহিংসতা-নৈরাজ্য করে কখনো রাজনীতি হয় না।

এরআগে গতকাল রবিবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।