আমাদের কথা খুঁজে নিন

   

ভেড়ার তকমা মেনে নেওয়া যায় না: ধোনি

দেশে বাঘ আর বিদেশে ভেড়ার তকমা কিছুতেই মানতে পারছেন না ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে একটা ম্যাচও না জিতে আসার কারণ হিসেবে ছকে ভুল, বোলিংয়ের দুর্বলতা, টেল এন্ডারদের ব্যাটিং অপদার্থতাকেই দায়ি করলেন তিনি। বিরক্তির স্বরেই বললেন, উল্টো দিকে যখন সাত উইকেট পড়ে গিয়েছে, তখন কী করে চালিয়ে খেলব?

সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজে নাস্তানাবুদ হয়ে ফিরেছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আক্রমনের জন্য মুখিয়ে ছিল সংবাদমাধ্যমগুলো। বরাবরের মতো এবারও আপদকালে পাশে পাওয়া গেল না কোচ ডানকান ফ্লেচারকে।

অগত্যা অধিনায়ক একাই মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। বললেন, ৮,৯,১০ ও ১১-য় যারা ব্যাট করতে আসেন, তাদের শেখা উচিত কী করে অনেকটা সময় পিচে কাটানো যায়। শুধু তাই নয়, এই ব্যাটসম্যানরা যাতে অন্তত ৩০ থেকে ৫০ রান দিতে পারেন তা-ও নিশ্চিত করা উচিত। অনেক দেশই নিজের মাটিতে ভালো খেলে বিদেশে এসে ল্যাজে-গোবরে হয়। কিন্তু তাদের দিকে আঙুল ওঠে না।

উপমহাদেশের প্রতিনিধি হওয়ায় ভারতই বার বার এমন অভিযোগের মুখে পড়ে। ক্ষুব্ধ অধিনায়ক জানালেন, বিদেশের মাটিতে ভেড়ার তকমা মোটেই মানতে পারেন না তিনি।

ধোনি মনে করিয়ে দেন, ২০০৯ সালে নিউজিল্যান্ড সিরিজে বা ২০১০-১১-র দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের পারফরম্যান্স ভালোই ছিল। এর পরই ২০১১ সালে ইংল্যান্ডে এবং ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার মুখ থুবড়ে পড়ল ভারত। ব্যাস, 'বিদেশে ভেড়া' তকমা ফের জোরদার হলো।

ধোনি দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকায় দু'টো টেস্টেই ভারত বেশ ভালো করেছিল। কিন্তু, ডারবানে আড়াই ঘণ্টায় শেষ হয়ে গেল ভারতের লড়াই। সূত্র: সংবাদ সংস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।