আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ পিসি’র কনফিগারেশন ও বায়ো’সের তথ্য জানুন! – সিপিইউ- জেড (CPU-Z)!


উইন্ডোজ (Windows) পিসি’র ব্যবহারকার করতে গিয়ে অনেক সময়ই তার কনফিগারেশন (Configuration) জানার প্রয়োজন পড়ে। অনেক সময়ই কম্পিউটারটির যন্ত্রাংশ (Parts) আপগ্রেড (Upgrade) করতে হয়, আবার অনেক সময় বায়োসের (BIOS) তথ্যও জানার প্রয়োজন পড়ে। গ্রাফিকসের (Graphics) কাজের সাথে যুক্ত’দেরও কনফিগারেশন (Configuration) জেনেও যংন্ত্রাংশ (Parts) যুক্ত বা পরির্তন করতে হয়। অনেক ক্ষেত্রে আবার র্যাম (Ram) , প্রসেসর (Processor) পরিবর্তন করতে হয় সময়ের সাথে পরিবর্তন আনার জন্য। সফটওয়্যারটি (Software) এমন যে, এটি ইনস্টল (Install) করার কোন ঝামেলা নেই। সফটওয়্যারটি ডাউনলোড করার পর আনজিপ (Unzip) করুন, এরপর রান করুন।
সফটওয়্যরটি দিয়ে যা যা জানা যাবে:-
সিপিইউ (CPU)
১. নাম (Name) এবং নাম্বার (Number) ,
২. কোরে’র (Core) সংখ্যা এবং প্রক্রিয়া,
৩. প্যাকেজ (Package) ,
৪. কোরে’র ভোল্টেজ (Voltage) ,
৫. অভ্যন্তরীণ ও বাহ্যিক ঘড়ি (Clock) ইত্যাদি,
৬. সব কেস লেভেল (Cache Level) (লোকেশন,
সাইজ, স্পিড ইত্যাদি)
মেইনবোর্ড (Mainboard)
১. ভেন্ডর (Vendor) , মডেল (Model) এবং রিভিশন,
২. বায়োস (BIOS) মডেল (Model) ‍ এবং তারিখ (Date) ,
৩. চিপসেট (Chipset) -এর বিবরণ এবং সেন্সর (Sensor)
৪. গ্রাফিকস্ ইন্টারফেস (Graphics Interface)
মেমোরি (Memory)
১. ফ্রিকোয়েন্সি (Frequency) এবং টাইমিং (Timing)
২. মডিউল (Module) এবং এসপিডি (SPD) ভেন্ডর (Vendor) নাম্বারসহ অন্যান্য বিশ্লেষন সিস্টেম (System)
১. উইন্ডোজ (Windows) এবং ডাইরেক্টএক্স (DirectX) ভার্সন
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। সিপি্‌ইউজেড
আমরা শীঘ্রই অ্যান্ড্রয়েড অ্যাপস্ , গেমস এবং উইন্ডোজ সফটওয়্যার নিয়ে আসছি!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.