আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনাকে প্রণবের অভিনন্দন

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত রাষ্ট্রপতি বলেছেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে। ক্ষুধা, দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে এ অঞ্চলের মানুষের লড়াই আরো এগিয়ে নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।”

বাংলাদেশের মানুষকেও শুভেচ্ছা জানান প্রণব মুখার্জি।

সদ্যসমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার বিকাল সাড়ে ৩টায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা। শপথ শেষে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ফোন করে অভিনন্দন জানান শেখ হাসিনাকে।

তৃতীয়বার দেশের সরকার প্রধানের দায়িত্ব নেয়া শেখ হাসিনা এবার ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।