জীবনে কিছু পাওয়ার জন্য কিছু হারানো অনেক জরুরি । এক তরফা পৃথিবীতে কিছু হয়না । এটা আমরা বারবার বুঝতে পেরে ও কিছু হারানো কে মেনে নিতে পারি না ।আসলে এটা হল rules of world ... ………........………..হেমলক সোসাইটি……………………. ............................................................................................. পৃথিবীর প্রথম দার্শনিক সক্রেটিস’কে হেমলক পান করে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিলো। এরপর ইতিহাসে আরো অনেক বিখ্যাত মনীষী আত্মহত্যা করেছেন, এমনকি হিটলারের মত রাষ্ট্রনায়ক। আমাদের “হেমলক সোসাইটি” তাদের দ্বারা অনুপ্রাণিত একটি সংস্থা। ... "মরতে হলে মরুন… ঠিকমতো মরুন… ঘটনা ঘটাতে গিয়ে সব তালগোল পাকিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা করবেন না। “মরবে মরো, ছড়িয়ো না…” আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরে এসে আত্মহত্যার প্রচেষ্টা জনিত দুর্ঘটনা, সামাজিক অধঃপতন, অথবা জেলে পচে বাকী জীবনটা ম্যাসাকার অবস্থায় না কাটিয়ে, হেমলক সোসাইটির তিন দিন ব্যাপী আত্মহত্যা প্রশিক্ষন মুলক কর্মশালায় যোগ দিন। ... {জনস্বার্থে “hemlock society” }
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।