আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলার লাইফে মেস খুঁজার মত এমন বিড়ম্বনা আর নাই

পৃথিবী জটিল তাই আমিও জটিল

ছাত্র রাজনীতির ভয়াবহতা স্বচক্ষে দর্শনপূর্বক আমরা কয়েকজন মিলে হল ছেডে শহরে বাসা ভাড়া নিয়ে থাকবো। তো যেই ভাবা সেই কাজ। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরলাম অভিযানে। টু লেট লেখা বাসা গুলোতে ঢু মেরে যা বুঝলাম, তাতে বিবাহ না করার জন্য আফসোস হইতে লাগলো। কতক বাড়ি ওয়ালা তো ব্যাচেলর শুনে আর কোনো কথা না বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলে।

কতক আবার নীতিবাক্য ঝাড়িলে, উপদেশ দিলে। কতক আবার একটা ফ্ল্যাটের যা ভাড়া হাঁকিলেন তাতে মনে হল যেন আমরা পুরো বিল্ডিংটাই ভাড়া নিচ্ছি। ক্লান্ত ব্যর্থ, বিদ্ধস্ত আমরা। টানা ৫ দিন হন্যে হয়ে খঁুঝে শেষমেষ মাথা গুঁজরানোর মতো একটু ঠাই হল বটে, কিন্তু নাগরিক সুবিধা বলে কোনো শব্দ বাংলা ডিকশনারিতে আদৌ আছে নাকি তা ভাবনার মধ্যে ফেলে দিল আমাদের এই সদ্যপ্রাপ্ত নিবাস।
বি: দ্র: ব্যাচেলর লাইফ পার করেছে বা করছে তাদের মধ্যে শতকরা ১০০ জনই এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে।

যারা হয়নি তারা আসলে ব্যাচেলরই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।