আমাদের কথা খুঁজে নিন

   

থ্রি জি প্রতারণা





অনেক দিন অপেক্ষার পর থ্রি জি দেশের কিছু এলাকায় চালু হয়েছে। যেখানে এখন থ্রি জি চালু হয়নি, সেখানে টু জি চলছে। সব অপারেটরের সিম চলে জেনে জিপির মডেম কিনেছিলাম। এতদিন অন্য অপারেতর বেবহার করতাম, জা স্পিদ ভাল হলেও একটু এক্সপেন্সিভ ছিল। তাই জিপি মডেম কেনা।

কিন্তু দুঃখের বিষয়, তাদের টু জি স্পিড এতই কম বাধ্য হয়েই আগের মডেম ইউজ করতেছি। কাস্তমার সেন্টারে গেলে তারা বলে, টিনের চালের জন্য নাকি স্পিড পায় না। তাইলে আমার আগেরটা চলে কেমনে ? থ্রি জি বলতে সবাই অজ্ঞান, এই সুযোগ নিয়া সবাই বেবসা করতেছে, দেখার বা বলার কেউ নাই। ভুক্তভুগি আমারা সবাই। প্রকৃত থ্রি জির স্পিড মনে হয় না অদুর ভবিষ্যতে পাওয়া যাবে।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।