আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্য দিয়েই মৌসুম শেষ করতে চান সিদ্দিকুর

থাইল্যান্ডে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দশ লাখ মার্কিন ডলার প্রাইজমানির কিংস কাপ গলফ হুয়া হিন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন সিদ্দিকুর।

এশিয়ান ট্যুর কর্তৃপক্ষকে সিদ্দিকুর বলেন, "দীর্ঘ বিরতির পর আবার খেলতে নেমে আমি রোমাঞ্চিত। ২০১৩ সালে আমি আমার সেরা গলফটা খেলেছি। "

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর।

মাঝে বিরতির সময় এ মৌসুমের সাফল্যগুলোর কথা ভেবেছেন সিদ্দিকুর।

তার মতে, এটা তাকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগায়।

গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জয় করেন সিদ্দিকুর। এটি এশিয়ান ট্যুরে তার দ্বিতীয় শিরোপা। এরপর প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার গলফের বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এ গলফার।

"ইন্ডিয়ান ওপেন জেতাটা এ মৌসুমে আমার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।

এই জয় পেয়ে আমি খুবই খুশি। আমি যখন খুব একটা ভালো খেলি না, তখন আমি এই জয়ের কথা ভেবে আমি ভালো খেলার অনুপ্রেরণা নেই। "

এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে সিদ্দিকুর এখন আছেন তিন নম্বরে। এ বছর নিশ্চিতভাবেই শীর্ষ দশের মধ্যে থাকবেন তিনি, যা হবে চার বছরের মধ্যে তৃতীয়বার।

তবে ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে শিরোপা জিতলে বা ভালো খেললে আরেকটি লক্ষ্য- ইউরেশিয়া কাপে খেলা নিশ্চিত হবে সিদ্দিকুরের।

মালয়শিয়ায় আগামী বছরের মার্চে হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ইউরোপ ও এশিয়ার সেরা গলফাররা।

এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে এশিয়ার প্রথম চার গলফার এই প্রতিযোগিতায় সরাসরি সুযোগ পাবেন।

"আমার লক্ষ্য হচ্ছে ইউরেশিয়া কাপের এশিয়ার দলে জায়গা করে নেয়া। এর জন্য কেবল আমার একটা ভালো সপ্তাহ লাগবে। আমি এখন সুবিধাজনক অবস্থানে (অর্ডার অব মেরিটে তৃতীয়) আছি।

আর এ সপ্তাহে ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। "

ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে খেলাটা উপভোগ করবেন বলে জানালেন সিদ্দিকুর। তবে জোরে বাতাস বইতে পারে বলে খেলাটা একটু কঠিন হবে বলেই মনে করেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।