আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি সাফল্য

অনুকূল পরিবেশ আর যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে যে অনেক বড় কাজ করা সম্ভব, তা প্রমাণ করেছেন বাংলাদেশের একদল প্রতিভাধর বিজ্ঞানী। পত্রিকান্তরে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জিনবিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বাঙালী বিজ্ঞানী গবেষণা করে বিশ্বব্যাপী ৫০০টি উদ্ভিদের জন্য ক্ষতিকারক এক প্রকার ছত্রাকের জীবন-রহস্য উন্মোচন করেছেন। ম্যাক্রোফমিনা ফ্যাসিওলিনা নামক এই ছত্রাকের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং জৈব উপাদান কমে যাওয়ার ফলে ফসলের উৎপাদন ৩০ থেকে ৭০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। এই ছত্রাকের জীবন-রহস্য উন্মোচনের ফলে তার কার্যকর প্রতিরোধও সম্ভব হবে বলে বিজ্ঞানীদের প্রত্যাশা। বাংলাদেশের জিন বিজ্ঞানী মাকসুদুল আলম এর আগে পাটের জীবন-রহস্য উন্মোচন করে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের আওতায় এবার তিনি ও তাঁর সহযোগী বিজ্ঞানীবৃন্দ ৫০০ উদ্ভিদের জীবন-রহস্য উন্মোচন করে যে বিরাট সাফল্যের স্বাক্ষর রাখলেন, তার ফলে শুধু যে বাংলাদেশের উপকার হবে তা-ই নয়। বিশ্বের অন্যান্য দেশও ফসলঘাতী ছত্রাক ধ্বংসের ফর্মুলার মাধ্যমে উপকৃত হবে। এই গবেষণার মাধ্যমে ম্যাক্রোফমিনা ফ্যাসিওলিনার আক্রমণের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। তবে বিজ্ঞানী দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ছত্রাকের জীবন-রহস্য উন্মোচন হয়েছে অর্থাৎ রোগের মূল কারণ উদ্ঘাটিত হয়েছে।

এখন প্রয়োজন হবে এই ছত্রাক ধ্বংসের উপায় উদ্ভাবন এবং ছত্রাক প্রতিরোধ উপযোগী ফসলের জাত উদ্ভাবন। আসল শত্রু যেহেতু শনাক্ত হয়েছে, তাকে বিনাশ এবং তার মোকাবিলায় টেকসই ফসলের জাতও বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পারবেন বলে আশা করা যায়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে গবেষণার ক্ষেত্র উন্নত দেশসমূহের তুলনায় বেশ সঙ্কুচিত। তবুও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে বাংলাদেশী গবেষক ও বিজ্ঞানীরা দেশে-বিদেশে নানা ক্ষেত্রে অবদান রাখছেন। পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে তাঁরা যে আরও কৃতিত্বের প্রমাণ দিতে পারবেন মাকসুদুল আলম ও তাঁর সহযোগীদের সাম্প্রতিক উদ্ভাবন তারই প্রমাণ বহন করে।

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে অধিক হারে খাদ্য উৎপাদন করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হয়। ধানের বেশকিছু উন্নততর জাত উদ্ভাবন, ফসল ও বীজ ব্যবস্থাপনা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগ ইত্যাদির মাধ্যমে ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের কারণে ফসলের উৎপাদন প্রতিবছর আশানুরূপ হয় না। এই প্রেক্ষাপটে ছত্রাকের জীবন-রহস্য উন্মোচনের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানীদের বর্তমান সাফল্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকারকে এ বিষয়ে আরও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞানী দলকে সর্বপ্রকার লজিস্টিক সাপোর্ট প্রদান করে তাদের গবেষণা কাজকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করতে হবে। বিজ্ঞানীরা যদি ছত্রাক ধ্বংসের উপায় উদ্ভাবনসহ ছত্রাক প্রতিরোধে সক্ষম ফসলের জাত উদ্ভাবনে সক্ষম হন, তাহলে তা হবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক বিরাট সাফল্য। জনগণের সার্বিক জীবনমান এবং জাতীয় অর্থনীতির ওপরও তার প্রভাব হবে সুদূরপ্রসারী। মাকসুদুল আলম ও তাঁর সহযোগী বিজ্ঞানীদের অভিনন্দন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।