আমাদের কথা খুঁজে নিন

   

সিইএস-এ ঘরের স্মার্ট প্রযুক্তি সামগ্রী

তবে এ বছরের সিইএস-এ নানা প্রযুক্তিপণ্যের ভিড়ে ঘরের জন্য নির্মিত বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সামগ্রীও দেখা গেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি এ ধরনের চারটি চমকপ্রদ এবং আকর্ষণীয় প্রযুক্তি সামগ্রীর ব্যাপারে জানিয়েছে।

১. গোজি স্মার্ট লক

গোজি স্মার্ট লক প্রধানত অ্যাপ্লিকেশনভিত্তিক একটি নিরাপত্তা ব্যবস্থা। অ্যাপের মাধ্যমে এ স্মার্ট লকটি ম্যানুয়ালি আনলক করা যাবে। আবার বাড়ির মালিক চাইলে ব্লুটুথের মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে আনলক করতে পারবেন গোজি স্মার্ট লক।

বাড়িতে না থাকলেও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বাড়িতে যে কোনো ব্যক্তিকে প্রবেশের ব্যবস্থা করে দেওয়াও সম্ভব হবে। এ বছরের মার্চ মাসে গোজি স্মার্ট লক বাজারে আসার কথা রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এবিসি।

২. এলজি এবং স্যামসাংয়ের স্মার্টহোম অপশন

স্যামসাং এবং এলজি দুটি প্রতিষ্ঠানই পৃথকভাবে প্রায় একই প্রযুক্তির দুটি প্রযুক্তি সামগ্রী নিয়ে এসেছে। স্মার্টফোনের মাধ্যমেই এলজি হোমচ্যাট এবং স্যামসাং স্মার্ট হোম দিয়ে ফ্রিজ থেকে শুরু করে ওভেন, লন্ড্রি মেশিন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। যন্ত্রদুটির মধ্যে পার্থক্য হচ্ছে স্যামসাং স্মার্ট হোমে বিল্ট ইন ক্যামেরা রয়েছে, এর ফলে এর ব্যবহারকারীরা বাইরে থাকলেও দেখতে পারবেন তাদের বাসায় কী হচ্ছে।

অন্যদিকে এলজি তাদের যন্ত্রে সফটওয়্যার স্থাপন করছে । যার ফলে টেক্সটের মাধ্যমে ঘরের সামগ্রীগুলোকে নির্দেশ দেওয়া যাবে এবং প্রশ্ন করে বিভিন্ন তথ্য জানা যাবে। যেমন-- আর কতক্ষণ হলে দুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৩. ওয়ার্লপুল ইন্টারঅ্যাকটিভ কুকপট

এবিসি তাদের প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের বরাত দিয়ে জানিয়েছে, ওয়ার্লপুল সিইএস-এ নতুন প্রযুক্তির টাচস্ক্রিন স্টোভ দেখিয়েছে। এ স্টোভটিতে খাবার রান্না করার জন্য যে তাপ প্রয়োজন তা চৌম্বক আবেশের মাধ্যমে তৈরি করা হবে।

তারা পণ্যটি নিয়ে এখনও কাজ করছে এবং জানিয়েছে পাঁচ বছর পরে এটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

৪. বেলকিন ক্রক-পট স্মার্ট স্লো কুকার

বেলকিন রান্নাঘরের জন্যও নিয়ে এসেছে ওয়াইফাই। এ পণ্যটির সুবিধা হচ্ছে স্মার্টফোন দিয়েই এর ব্যবহারকারীরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং জানতে পারবেন রান্না সম্পন্ন হতে আর কতো সময় লাগবে। বেলকিন অবশ্য লাইট বাল্ব, এয়ার পিউরিফায়ার এবং কফি মেকারের মতো ঘরের সামগ্রীও এ প্রযুক্তিতে নিয়ে আসার পরিকল্পনা করছে। বেলকিনের এ প্রযুক্তিপণ্যটি এ বছরের বসন্তে বাজারে আসবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে এবিসি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।