আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট [পিসি+ সিম্বিয়ান] [আপডেট]

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আপনারা বেশ কিছুদিন থেকে গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন , তবে কিছু সমস্যার মধ্য দিয়ে । যেমন- https/ssl সাইট সহ বেশ কিছু সাইট ভিজিট করতে পারতেন না । স্পীড অনেক কম পেতেন , সেটিং নিয়ে সমস্যায় পড়তেন ।

আজ আমি সব সমস্যার সমাধান দিব । আশা করি আপনার ভাল লাগবে । এবার আমরা নতুন একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম - Simple Server . এটি খুব শক্তিশালী একটি সফটওয়্যার । যেকোন ISP হ্যাকিং এ আপনি এটি ব্যবহার করতে পারেন । যেহেতু Simple Server এর দুটি ভার্সন বের হয়েছে -  পিসি ভার্সন এবং সিম্বিয়ান ভার্সন , সেহেতু আপনারা পিসি+ সিম্বিয়ান এ এটি ব্যবহার করতে পারেন ।

আজ আমারা গ্রামীণফোন ফ্রি ইন্টারনেটের জন্য Simple Server ব্যবহার করব । একই সেটিং এ আপনি [পিসি+ সিম্বিয়ান] এ ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।
১। এখান থেকে Simple Server.exe ফাইলটি ডাউনলোড করুন । দাঁড়ান ইন্সটল দিতে যাবেন না (লাভ নেই) ।


২।  এখান থেকে Simple Server.ini ফাইলটি ডাউনলোড করুন । এবার Simple Server.exe + Simple Server.ini  এই ফাইল ২ টি নতুন ১ টি ফোল্ডার এ রাখুন ( অবশ্যই একই  ফোল্ডারে ) ।   Simple Server.ini এ হাত দিবেন না ।

৩।

gpwap apn দ্বারা মডেম কানেক্ট করুন । এটি ০ balance এ কাজ করে কিন্তু মেয়াদ পাওয়ার জন্য ছোট একটি প্যাকেজ [ যেমন ৯ mb] নিন । ক্লিক প্যাকেজ (২.৮৮= ৭ mb ) নিলে স্পীড পাবেন না ।
৪। ঐ ফোল্ডার থেকে Simple Server.exe তে ডাবল ক্লিক করুন , এটি cmd র মত ওপেন হবে ।

   ready  লেখা দেখাবে । মিনিমাইজ করে রাখুন ।


৫। Browser+ IDM এ proxy-127.0.0.1  , port-8080  সেট করুন ।


৬।

এবার ইচ্ছামত নেট চালান , একদম ফ্রি । যেকোন সাইট ।

১। এখান থেকে SimpleServer.sis ফাইলটি ডাউনলোড করুন ।
২।

এখান থেকে Python runtime v2.0.0 S60v3 S60v5.sisx ফাইলটি ডাউনলোড করুন ।
৩। ফাইল ২ টি ইন্সটল দিন ।
৪। এবার আপনার ফোনে  APN সেটিং করুন ।

  apn- gpwap , proxy-127.0.0.1 , port-8080
৫। SimpleServer ওপেন করুন এবং নিচের মত সেটিং করুন ।
Access Point :
- Default
Local Host :
- 127.0.0.1
Local Port :
- 8080
HTTP Query :
- Front Query : None
- Middle Query : None
- Back Query : None
- Reverse Query : None
- Inject Query : wap.gpworld.co
- Inject Method : GET
- Inject Newline : \r\n
- Inject Splitline : Default
HTTP Header :
- Custom Header 1 : None
- Header Value 1 : None
- Custom Header 2 : None
- Header Value 2 : None
- Custom Header 3 : None
- Header Value 3 : None
- Custom Header 4 : None
- Header Value 4 : None
Server Config :
- Fetch Server : None
- Keep Server : None
- Url Replacer : None
- Advanced Mode : Yes
- Tunnel Proxy : No
- HTTPS Connection : Yes
- Server Buffer : 512
- Screen Size : Normal
Proxy Host :
- 10.128.1.2
Proxy Port :
- 8080
৬। এবার  নেট ব্যবহার করুন । ব্রাউজার এ কোন proxy সেট করা যাবে না ।


সবাই ভাল থাকবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.