আমাদের কথা খুঁজে নিন

   

যৌথবাহিনীর অভিযানে ১১ জামায়াত-বিএনপি কর্মী আটক

সাতক্ষীরার কলারোয়া ও কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ জামায়াত-বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে কলারোয়া থেকে ১০ জন ও কালিগঞ্জ থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার সেবানন্দকাটি গ্রামের আজিবর সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩০), একই উপজেলার গোপনীনাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রহমান (৪২), মানিকনগর গ্রামের মৃত হাবিব মোড়লের ছেলে মফফার মোড়ল (৪৫), মুরাড়ীকাটি গ্রামের মৃত ওজেদ আলীর ছেলে শাহাদাত হোসেন (৪৫), একই গ্রামের শাহজান সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), আনসার সরদারের ছেলে শাহজাহান সরদার (৪৫), সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮), রফিকুল মোড়লের ছেলে আব্দুর রহমান ও মোজাম সানার ছেলে। এরা সবাই জামায়াত কর্মী।

এছাড়া শাকদহ গ্রামের মৃত সানাউল্লাহ মোড়লের ছেলে বিএনপি কর্মী আব্দুল হামিদ (৪৫) ও কালিগঞ্জ উপজেলার দাতপুর গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে শিবির কর্মী সাইদ হোসেনকে (২২) আটক করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৮ দলের হরতাল-অবরোধে গাছ কাটা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.