আমাদের কথা খুঁজে নিন

   

চিতা দাহ



বদ্বীপের পলি কাদা মাটির এক কায়া
অতলান্তের পাড়ে কিংবা হিন্দু মার্গে বা লুম্বিনির ধুলায়,
সুসাং, মালোপাড়া, রেমাক্রী বা আটরশির ভ্রুনে বিকশিত।

হৃদয় অলিন্দে চারণ, সংজ্ঞার আদিরূপ পারিজাত আদমের হওয়া জ্যোতি,
আচানক নিশুতি রাতে কায়ার নিদ্রাপতন
সবুজের গালিচা চেয়ে গেছে শুয়ো পোকায়
চার দশা তিরোহিতে হৃদয় সিন্দুকের ব্যবচ্ছেদ।

গভীর তলের রক্ত লীলার স্রাবে
পঙ্গু বিকলাঙ্গ মুক বধির নটনটিনি গন।
সন্ধ্যা আরতি প্রার্থনা জিকির আর প্রভাতের সম্ভাষণ,
সহস্র কালের পরিক্রমায় মঞ্চায়ন।
কদাপি দৃশ্যান্তরে অসুরের উল্লম্ফন
ক্রুর রিপুর চাহনি আর খঞ্জরের খোচায় সতিচ্ছেদ, বলাত্কার
আর চিতা দাহ কায়াখানির।

পিতার শুক্রাণু সেচা কাদার দলায় আকার নিয়েছিল পদ্ব মোহনায়
অথচ অলিন্দের সিন্দুকে জমা আত্ত্বাটির ক্রমাগত বিলাপ
মহাকালের কালো গহব্বর তাকে টানছে
মহাকাল বয়ে নিয়ে বেড়াতে হবে তাকে ...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.