আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক কিছু অসহ্য ফেসবুক পোস্ট ও আমার প্রতিক্রিয়া...

It is not best that we should all think alike; it is a difference of opinion that makes horse races. সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে এই লেখাটা লিখতে বাধ্য করলো। ফেসবুক এ ঢুকলেই গত কয়েকদিন ধরে মেজাজ খারাপ হয়ে যায়। খালি রেপ আর হ্যারাসমেন্ট এর কাহিনী। আর একটা মেয়েকে চড় মারার ভিডিও আর সেইটার কাহিনীতে হোমপেজ ভর্তি। প্রথমত, সেই সব *তথাকথিত* ছেলেদের বলি, মেয়েদের উপর নির্যাতন কইরে পুরুষত্ব দেখায় লাভ নাই।

কারণ নির্যাতনের মাধ্যমে তোমাদের সেই যোগ্যতা হারায় ফেলসো। আর যারা এইগুলা ট্যাগ আর শেয়ার মারতেস, তোমরাও কোন অংশে কম না। আবার কিছু পাবলিক দেখি কমেন্ট কইরে উৎসাহও দেয়। তোমাদেরত আমেরিকার সিটিজেন শিপ দেওয়া দরকার, কারণ ওইখানে *GAY* কালচার প্রচলিত আসে; আর তারপর অইখান থেকে সৌদি আরব নিয়ে গিয়ে ওই দেশের নিয়ম অনুযায়ী শাশ্তি দেওয়া দরকার। এত পারো মন জয় কইরে দেখাও, ইভ টিসিং আর হ্যারাজমেন্ট বাদ দিয়ে।

চিন্তা করতেসি, আমার ফ্রেন্ডলিস্ট এ যারা ছিলো এই কাজ এর সাথে যুক্ত (যারা লাইক, ট্যাগ আর শেয়ার করসে আমারে ওই সকল ভিডিও তাদের আনফ্রেন্ড করে দিসি) তাদেরকে "ঘেটুপুত্র কমলা-২" অথবা "কমন জেন্ডার-২" এ কাস্ট করবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.