আমাদের কথা খুঁজে নিন

   

পলাশবাড়ীকে অক্ষত রাখার অঙ্গীকার

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গণজাগরণ মঞ্চের রোডমার্চ জেলার পলাশবাড়ীতে পৌঁছালে শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাগরণকর্মীদের স্বাগত জানায়।

পলাশবাড়ী বাসস্ট্যান্ডে নেমে জাগরণকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানেই হাজারো মানুষ ভবিষ্যতে পলাশবাড়িকে যে কোন সাম্প্রদায়িক হামলা থেকে রক্ষার অঙ্গীকার করেন।

পথ সভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, “দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনারা পলাশবাড়ীকে পাহারা দিবেন। ভবিষ্যতে আর কোন সম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠীর আঁচড় যেন পলাশবাড়িতে লাগতে না পারে।

“রোডমার্চ শেষে আমরা ঢাকায় ফিরে যাবো। কিন্তু এই পলাশবাড়ীতে এখানকার মুক্তিযোদ্ধারা থাকবেন। মুক্তিযুদ্ধের জনতা থাকবেন। পলাশবাড়ীর তরুণেরা থাকবেন। ”

“আপনারা ভবিষ্যতে যে কোন সাম্প্রদায়িক হামলা থেকে পলাশবাড়ীকে অক্ষত রাখার অঙ্গীকার কি করতে পারবেন?”

এ সময় উপস্থিত জনতা হাত তুলে পলাশবাড়িকে অক্ষত রাখার অঙ্গীকার করেন।


ইমরান এইচ সরকার বলেন, “আমরা জেনেছি, এখানে ২০টি সংখ্যালঘু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের জন্য ২০ হাজার টাকা করে রেখে যাচ্ছি। স্থানীয় গণজাগরণ মঞ্চ সেটা পৌঁছে দেবে। ”

সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ওই পথসভা সঞ্চালনা করেন কৃষক নেতা বাদল হাজি।

পরে কাদের মোল্লার ফাঁসির সময় পুড়িয়ে দেয়া দুটি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন জাগরণকর্মীরা।

এর আগে সাড়ে ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন ইমরান। পলাশবাড়ীর পর ১২টার দিকে রোডমার্চ বীরগঞ্জে এসে পৌঁছায়। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পথসভা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.