আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্র দিয়ে প্রতিবন্ধকতা জয়! গ্যাজেট, এপসের সমাহার

পৃথিবীতে শারীরিকভাবে অক্ষম মানুষের সংখ্যা নেহাত কম নয়। কেউ কানে শোনে না , চোখে দেখে না বা হাত পা নাড়াতে পারে না, কথা বলতে পারে না অর্থাৎ তারা সব সময় তাদের জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যায়। তাদের জীবনকে আরো সহজ করে দিতে বিজ্ঞানীরা তৈরি করছেন নিত্যনতুন প্রযুক্তি। প্রযুক্তির কল্যাণে এখন শারীরিক অক্ষম ব্যক্তিরাও পিছিয়ে নেই। প্রযুক্তির সুবিধা নিয়ে অনেকেই শিক্ষা গ্রহন করছেন।

এমনই কিছু প্রযুক্তি পণ্য নিয়ে আজকের লিখাঃ
হেডমাউস এক্সট্রিম নামের এই গ্যাজেটটি তৈরি করা হয়েছে সেই সব মানুষদের জন্য যারা হাত নাড়িয়ে কাজ করতে পারে না, মাথার নড়াচড়ার মাধ্যমে কম্পিউটার স্ক্রিনের কাজগুলো সম্পাদন করা যাবে। ব্যবহারকারীকে কপালে একটি সেন্সর যুক্ত করে দিতে হবে,  হ্যাট বা চশমাতেও ব্যবহার করা যায় এমন এই সেন্সর কাজ করে তারবিহীন অপটিক্যাল সেন্সরের মাধ্যমে। এই গ্যাজেট ব্যবহারে মাথা ধরা বা কোন ধরণের সমস্যার সৃষ্টি করবে না এমন তথ্যই দিয়েছে প্রস্তুতকারক কোম্পানী। গ্যাজেট সম্পর্কে বিস্তারিত জানতে বা ক্রয় করতে ভিজিট করতে হবে এই ঠিকানায়। http://www.orin.com/access/headmouse/
যাদের ছোট লিখা বা ক্ষুদ্র কিছু দেখতে সমস্যা হয় তাদের জন্য তৈরি করা হয়েছে ৪.৩ ইঞ্চি সাইজের রঙ্গিন পোর্টেবল ম্যাগনিফায়ার রুবি।

এই গ্যাজেটের মাধ্যমে খুব সহজেই ক্ষুদ্র যে কোন টেক্সট, ছবি বড় করে দেখা যাবে। শুধু তাই নয় ব্যাকগ্রাউন্ড সাথে মিল রেখে টেক্সটের কালারও পরিবর্তন করা যায়। সাদা ব্যাকগ্রাউন্ডে কালো টেক্সট বা কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সটে রুপান্তর করে পড়ার যোগ্য করে তৈরি করে ফেলা হয় নিমিষেই। 14x পর্যন্ত জুম করা যায়। ক্রয় করতে ভিজিট করতে হবে এই ঠিকানায়ঃ http://www.freedomscientific.com/products/lv/ruby-product-page.asp
এই ১১ ইঞ্চি ম্যাগনিফায়ার ভিডিও ক্যামেরা দিয়ে ক্ষুদ্র লিখা, ছবি ইত্যাদি বড় স্ক্রিনে পড়া যাবে।

মনিটর সাইজ নিজের ইচ্ছামতো যুক্ত করে চোখের সমস্যা থাকা যে কেউ পড়ার কাজ চালিয়ে যেতে পারবে অনায়াসে। ম্যাগনিফায়ারের নিচে পেপার রাখার পর সেটা স্ক্রিনে জুম হয়ে প্রদর্শিত হবে। অনলাইনে ক্রয় করার জন্য যেতে হবে এই ঠিকানায়ঃ http://www.freedomscientific.com/products/lv/topaz-xl-hd-product-page.asp
যারা চোখে দেখে না তাদের জন্য জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে ব্রেইল। অন্ধ ব্যক্তিরা ব্রেইল পদ্ধতির মাধ্যমেই পড়াশুনা করে থাকে। ব্রেইল পদ্ধতিতে কাজ করার জন্য এখন রয়েছে ডিজাটাল ডিভাইস।

এই গ্যাজেট ব্যবহার করে অন্ধ ব্যক্তিরা খুব সহজেই নোট করতে পারবে, বই পড়তে পারবে এবং অন্যান্য ডকুমেন্টও পড়তে পারবে। এছাড়াও বিল্ট ইন শিডিউলার, স্টপওয়াচ এবং টাইমার অপশনও রয়েছে। এটা PDA বা কম্পিউটারের সাথেও যুক্ত করে কাজ করতে পারে। ইংরেজি ছাড়াও স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান এবং ইটালিয়ান ভাষাও সাপোর্ট করে। ব্রেইল ডিভাইসটি ক্রয় করার জন্য ভিজিট করতে হবে এই ঠিকানায় http://www.hims-inc.com/products/braille-edge-40/
এই ব্রেইল নোটট্যাকারটি তৈরি করা হয়েছে বধির এবং অন্ধ ব্যক্তিদের কথা চিন্তা করে।

তথ্য আদান প্রদান করার জন্য রয়েছে LCD ডিসপ্লে। এটার রয়েছে ৫টি ভাষায় ডকুমেন্ট তৈরি করার সুবিধা এবং ডিকশনারি। এমনকি সাথে রয়েছে সাইন্টেফিক ক্যালকুলেটর!
সোস্যাল সাইট টুইটার ব্যবহার করা যাবে, বন্ধুদের সাথে চ্যাটও করা যাবে বলে জানিয়েছে প্রস্তুতকারক কোম্পানী। এছাড়াও GPS, ইন্টারনেট সুবিধার মাধ্যমে সবার সাথে যুক্ত হয়ে থাকা যাবে। ক্রয় করার জন্য যেতে হবে এই ঠিকানায়
http://www.hims-inc.com/product-store/braille-sense-u2/
এই ন্যাভিগেশন সিস্টেমটি তৈরি করা হয়েছে যারা দেখতে পায় না তাদের কথা চিন্তা করে।

অডিও ম্যাসেজ সিস্টেমের এই ডিভাইসটি ভাইব্রেশন এবং বিপ শব্দের মাধ্যমে ব্যবহারকারীকে ট্রাফিক সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট, এটিএম সহ পাবলিক স্পেসের কথা জানিয়ে দিবে সাথে সাথেই। ব্রেইল ডিভাইসগুলোর চেয়ে এই ডিভাইসটি অনেকটাই সস্তা। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়ঃ http://www.step-hear.com/
 
শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য এখন আইফোন এপস, এন্ড্রয়েড অথবা ব্ল্যাকবেরি এপস রয়েছে অনেক।
কথা বলতে পারে না এমন ব্যক্তিদের জন্য যোগাযোগ করতে সাহায্য করবে এই এপস। স্ট্রোকে আক্রান্ত, অটিজম, ডাউন’স সিন্ড্রোম সহ বিভিন্ন সমস্যায় যেই ব্যক্তিরা রয়েছে তাদের জন্য এই এপস অনেক সহায়তা করবে।

ধরা যাক, ব্যবহারকারীর খাবারের প্রয়োজন তখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন থেকে হোম স্ক্রিনে গিয়ে সাবমেনুতে থাকা বিভিন্ন সিম্বল থেকে সঠিক সিম্বলটি দেখিয়ে দিতে হবে। সেই সিম্বলে পরিস্কারভাবে বুঝিয়ে দেয়া হয়েছে ব্যবহারকারীর কি দরকার। ১৩০ ডলারের এই  আইফোন এপসটি পাওয়া যাবে এই ঠিকানায়ঃ https://itunes.apple.com/gb/app/proloquo2go/id308368164?mt=8
কানে শোনে না বা চোখে দেখে না এমন ব্যক্তিরা এই এপসটি ব্যবহার করে খুব সহজেই যে কারো সাথে যোগাযোগ করতে পারে কোন রকম সমস্যা ছাড়াই। সাইন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন লাগছে না এই এপস ব্যবহারকারীর। অপর রুমে থাকা ব্যক্তির সাথে ম্যাসেজ আদান প্রধান করতে সাহায্য করবে।

যে কোন টেক্সট ইনপুট করলে সেটা এই এপস পড়ে শোনাবে। ৪০টি কন্ঠ এবং ২৫টি ভাষা রয়েছে এই এপসে। এন্ড্রয়েডের জন্য এই ফ্রী এপসটি পাওয়া যাবে এই ঠিকানায়
http://goo.gl/cX2pG
কথা বলতে পারে না এমন ব্যক্তিদের জন্য যে সাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সাইন ল্যাঙ্গুয়েজকে আরো সহজে প্রকাশ করতে সাহায্য করবে এই এপস। এই এপসে এমন ১০০ সাইন রয়েছে। প্রতিটি সাইনে অ্যানিমেশন চরিত্র পরিপূর্ণ করে দেখিয়ে দিবে কিভাবে সেই সাইন প্রয়োগ করতে হয়।

কয়েকটি ভার্সন রয়েছে এই এপসের। আইফোনের জন্য তৈরি করা এপসটি ক্রয় করা যাবে এই ঠিকানায় http://appshopper.com/education/sign-smith-asl-essential
ISpectrum Color Blind Assistant – কালার ব্লাইন্ড ব্যক্তিদেরকে রঙ চিহ্নিত করতে সাহায্য করবে এই এপস। The ISpectrum Color Blind Assistant অ্যাপলিকেশনটি আইফোনের ক্যামেরা ব্যবহার করে যে কোন কিছুরই রঙ জানিয়ে দিতে পারবে। এটা ৫০০ এর বেশি রকমের রঙ সম্পর্কে জানান দিতে পারে। এই অ্যাপলিকেশনটি পাওয়া যাবে এই ঠিকানায় http://appshopper.com/utilities/ispectrum-color-blind-assistant
Voice Phone : 
ভয়েস ফোন নামের এই অ্যাপ্লিকেশনের সাহায্যে যারা হাত নাড়াতে পারে না বা ছোট ছোট নাম্বার কীপ্যাড দেখতে পারে না তারা কন্ঠে নির্দেশ দিয়ে ফোন করার কাজ চালিয়ে যেতে পারবে।

খুব সহজেই ব্যবহারযোগ্য এই অ্যাপলিকেশন পাওয়া যাবে এই ঠিকানায় http://appshopper.com/utilities/voice-phone-dial-while-on-the-road

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।