আমাদের কথা খুঁজে নিন

   

মানব যন্ত্র



বিছানা হতে চোখ মেলে জানালার অপারে ঢাকা ঘুমিযে আছে সপ্নের ঘো্রে প্রকৃ্তি জেগেছে নবরুপে নীড় ছাড়েনি গল্প করছে আপন মনে কন্ঠ ছেড়ে বালিশের পাশে থাকা মাযাবী যন্ত্রখানা এখনি জেগে ওঠবে আবিরাম প্রস্তুত হতে না হতে মিসকল চৌপদী যন্ত্রটি দাঁড়িয়ে আনেকক্ষন ধোঁযা নির্গত করছে অনরগল উঠে বসে খবরের কাগজ হাতে খেলা আর বিনো্দনের মাঝে মাঝে পলিটিক্সের খবর আসে আলোচনা দিযে শুরু হলে সমালোচনায শেষ একপা দুপা করে এগিযে যাচ্ছে অদম্য গতিতে চোখ মেলে নাস্তার টেবিলে এক কাপ চা পেলে সিগেরেটখানা মিলে অফিস শুরু হলে মাথাই পরে বাজ এরপর দুপুরে নেতিযে পড়ে কাজের ভারে টম জেরির খেলা শেষে ফিরে আসে ঢাকা বাসে কি লাভ এই যাওযা আসাতে ৫ঘণ্টা ট্রাফিক জ্যামে, ৮ঘণ্টা অফিসে আর ৬ ঘণ্টা ঘুম বাকি ৫ আয-ব্যয আর জীবনের হিসাব কষে দি-পদী এক যন্ত্র অবশেষে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।