এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ স্মার্ট কন্টাক্ট লেন্সটির দুটি স্তরের লেন্স পদার্থের মধ্যে ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস চিপ এবং এবং ক্ষুদ্র সংস্করণের গ্লুকোজ সেন্সর স্থাপন করা হয়েছে।
গুগল আরও জানিয়েছে, তারা এটিতে ক্ষুদ্র এলইডি লাইট স্থাপনের জন্য কাজ করছে। যাতে করে গ্লুকোজ স্বাভাবিক মাত্রা অতিক্রম করলে এ লাইটটি জ্বলে উঠে তা জানাতে পারে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রযুক্তি পণ্যটিকে প্রতিদিনের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে এখনও অনেক কাজের প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এ প্রযুক্তিটি আসতে এখনও অনেক সময় লাগবে।
তবে তারা বেশ কিছু ক্লিনিকাল গবেষণা সম্পন্ন করেছে যা তাদের নমুনাটিকে সংশোধন করতে সাহায্য করবে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মোতাবেক ২০৩৫ সাল নাগাদ বিশ্বের প্রতি দশজনের একজনের এ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব মানুষ এ রোগটিতে আক্রান্ত তাদের জন্য প্রতিদিন গ্লুকোজের মাত্রা পরিমাপ করা বেশ প্রয়োজন। বর্তমানে এদের অনেকেই রক্তের ফোঁটার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করেন।
এ বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের ম্যানেজিং ডিরেক্টর মনোজ মেনন জানিয়েছেন, স্বাস্থ্য প্রতিষেধক শিল্পের জন্য এটি রোমাঞ্চকর একটি উন্নয়ন।
এটি অনেকটা অন্যান্য প্রযুক্তিকে ক্ষুদ্রাকৃতিতে এনে তা পরিধেয় যন্ত্রে ব্যবহার করে মানুষের শরীর পর্যবেক্ষণে সাহায্য করতে অনুপ্রাণিত করার মতো বিষয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।