আমাদের কথা খুঁজে নিন

   

এবার সাংসদ মিঠুন, সৌজন্যে মমতা

বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে একটিতে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের তরফে প্রার্থী করা হচ্ছে বলে গতকাল শনিবার ফেসবুকে ঘোষণা করেছেন মমতা। তৃণমূল একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি আসনগুলির জন্য কোনও দলই তাদের প্রার্থীর নাম জানায়নি। ওই সব আসনে ভোট হবে ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে।

মিঠুনের নাম ঘোষণা করে ফেসবুকে মমতা লিখেছেন, "শ্রীচক্রবর্তী এক জন সুপরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব। সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি নিজের জীবন সফল ভাবে উৎসর্গ করেছেন। তিনি শুধু পশ্চিমবঙ্গের নন, সারা দেশের সম্পদ। তাঁকে প্রার্থী করতে পেরে আমরা গর্বিত। "’

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার প্রস্তাব মিঠুনকে আগেও দিয়েছিলেন মমতা।

এ দিন মিঠুন বলেন, "সে সময় ৩৬৫ দিনে, ৪১৫ দিন আমায় কাজ করতে হতো। উনি আমাকে ভেবে দেখতে বলেছিলেন। আমিও তাকে বলেছিলাম, "আপনিও ভেবে দেখুন, আমাকে দিয়ে কাজ হবে কি না!" এ বার রাজ্যসভার ভোটের দিন ঘোষণার পরে তাঁর সঙ্গে মমতা আবার যোগাযোগ করেন। মিঠুন বলেন, "এবার বলার পর আমি আবার তাকে বলেছিলাম, আমি কি পারব ওই দায়িত্ব সামলাতে? উনি বলেছিলেন, কেন মিঠুনদা তুমি বারবার না বল? যেখানে লতাজি, রেখাজি, সচিন তেন্ডুলকার রাজ্যসভায় আছেন! এটা তো একটা সম্মানের ব্যাপার! তিনি আমাকে প্রার্থীহওয়ার জন্য তৈরি থাকতে বলেছিলেন। "

সুচিত্রা সেনের অন্ত্যেষ্টিতে যোগ দিতে শুক্রবারই কলকাতায় এসেছিলেন মিঠুন।

তখনই মমতা তাকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তারপর ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা।

 

সূত্র: আনন্দবাজার 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.