আমাদের কথা খুঁজে নিন

   

একপাতা কোলাজ :

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

(1)
নৌকাও হতে পারে বৃক্ষ,
সমঝদার একটি গ্রহ।
-------------------
(2)
আমরা কি সেই জীবনের কথা ভেবেছিলাম
যেখানে একই বালিশে দুটি মাথা রাখা যায়!
---------------------------------
(3)
দানবেরা সরে গেলে ধূসরিত শহরে শুয়ে পড়ো,
কলাপাতা, জোছনা-পুকুর, পাথুরে চাঁদ সিথানে ঘুমাক।
-----------------------------------------
(4)
না সখি, দুটো শব্দই লেখা ছিল দসখতে
বাকি -সব ট্রামের ট্রাফিকে জমে গ্যাছে।
-----------------------------------
(5)
মিছিলে স্লোগান নয়, স্লোগানের মিছিলে
সব রাস্তায়ই ডেকে দেই অবরোধ।
------------------------------
(6)
শহর ডাকছেনা, ও শহর ডাকছে না
দুজনার ছবি একসাথে আঁকছে না!
----------------------------
(7)
বৃত্তের পরিধি জুড়ে অচেনা রেলগাড়ি
তার দাস হাঁটুভাঁজে ডালিম জোড়াতে যাই।
-------------------------------------
(8)
আমি না থাকলেও আরও কিছু পাবে,
সেফটিপিনে লাগানো কালো পতাকা।
--------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.