আমাদের কথা খুঁজে নিন

   

দিদিমার কাগজ কাটিং দিয়ে অ্যালবাম বানাচ্ছে রিয়া, রাইমা

মহানায়িকা সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া ও রাইমা এখন ব্যস্ত খবরের কাগজের কাটিং নিয়ে। সব কাটিং জড়ো করে দিদিমার মৃত্যুর দিনটির ঘটনাবলী নিয়ে একটি অ্যালবাম বানাচ্ছেন তারা।

সুচিত্রা সেনের মৃত্যুর খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের খবরের কাগজেও স্থান পেয়েছে। মৃত্যুর পরদিন সকালে রিয়া, রাইমা ব্যস্ত রইলেন কোন খবরের কাগজে মহানায়িকার কী ছবি, কী খবর বেরিয়েছে তাই নিয়ে। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সব কাগজের পাহাড় নিয়ে বসেছিলেন দুই বোন।

তাদের মা মুনমুন সেনের ইচ্ছে শুধু মৃত্যুদিনের উপরেই একটি অ্যালবাম থাকুক বাড়িতে। আর বিদেশের যে সব খবরের কাগজে সুচিত্রা সেনের খবর বেরিয়েছে, সেইসব আনাবার জন্য উদ্যোগী হয়েছেন রিয়া-রাইমা।

বালিগঞ্জের বেদান্ত আবাসনে পাশাপাশি দুটি ফ্ল্যাটের একটিতে থাকতো মুনমুন সেন ও তার পরিবার। আরেকটিতে সুচিত্রা সেন। মহানায়িকার ফ্ল্যাটের দরজার বাইরে সবসময় একজন রক্ষী থাকতেন।

গতকাল শনিবার সকাল থেকে সেই দরজায় আর কোনও রক্ষী নেই, দরজাটিও খোলা। ফ্ল্যাটের বসার ঘরে রাখা হয়েছে সুচিত্রা সেনের বিরাট ছবি। ছবির চারিদিকে মহানায়িকার প্রিয় রজনীগন্ধা ফুল। আগামীকাল সোমবার বাড়ির ছাদে পরিবারের পক্ষ থেকে সুচিত্রা সেনের শ্রাদ্ধানুষ্ঠান করা হবে বলে জানা গেছে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।