আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লিতে শীতে ৬জনের মৃত্যু, বেকায়দায় আম আদমি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহে ৬জনের মৃত্যু হয়েছে। মাত্র ২৪ ঘন্টায় মধ্যে শৈত্যপ্রবাহে মৃত্যুর ঘটনায় কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লির আম আদমি সরকার বেকায়দায় পড়েছে।

আজ রবিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

এদিকে শহরব্যাপী রাত্রিকালীন আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করছে দিল্লি সরকার। পরিত্যাক্ত সরকারি বাসগুলোও গৃহহীনদের রাত্রিকালীন আশ্রয় হিসেবে রূপান্তর করা হয়েছে।

কিন্তু এরপরও শীতে বেশ কয়েক জনের মৃত্যু হওয়ায় সরকারি প্রচেষ্টা সমালোচনার মুখে পড়েছে। দিল্লির শহর উন্নয়ন মন্ত্রী মানিষ সিসোদিয়া এসব মৃত্যুর ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

গত শনিবার রাতে কয়েকটি রাত্রিকালীন আশ্রয়স্থল পরিদর্শনের পর সিসোদিয়া বলেন, 'আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা সব রকম ব্যবস্থা করেছি। কিন্তু এরপরও কিছু লোক বাইরে থাকতেই স্বচ্ছন্দ্য বোধ করছে। এটা কোনো অজুহাত না, এটি একটি গুরুতর সমস্যা।

'

আর শীতে লোকজনের মৃত্যু নতুন সরকারের বিরোধীদের হাতে সমালোচনার রসদ তুলে দিয়েছে। ফলে আম আদমি সরকারের গৃহীত নীতির সমালোচনায় পঞ্চমুখ বিরোধীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.