আমাদের কথা খুঁজে নিন

   

আইজকালের প্রেমিক প্রেমিকার কথোপকথন

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

মেয়ে – জান! জানো? আজ না আমার
সামনে দিয়ে ইয়া বড় একটা লাল
পিপড়া হেটে গেছে ।
ছেলে – হায় আল্লাহ !! কি বলছ সোনা?
তোমাকে কামড় দেয় নাই তো?
মেয়ে – নাহ জান ।

আমি যে কি ভয় পেয়েছিলাম !! আমি তো দেখেই দৌড়ে অন্যরুমে চলে গেছিলাম ।
ছেলে – এই তো লক্ষী মেয়ে । পিপড়া দেখলেই
সবসময় দৌড় দিয়ে দুরে চলে যাবে। কিন্তু
দেখো দৌড়াইতে যাইয়া আবার পরে যেওনা ।
মেয়ে – তুমি আমার কত্ত কেয়ার নেও জান !!
ছেলে – (ছেলে খুশিতে গদগদ) তুমি ছাড়া আমার আর কে আছে সোনা…
কাল বন্ধুর এমন কথোপকথন দেইখা মনে পড়ল
আমার প্রাক্তন ইয়া (!) রে এক ছেলে প্রেম
নিবেদন শুরু করছিল ।

বেচারি বাধ্য হইয়া ওই
ছেলেরে ঝাড়ি দেওয়ার জন্যে আমার
সাথে ফোনে কনটাক্ট করায় দিছিল । আর
আমি নালায়েক, কিনা ওই পোলারে কইছিলাম ভাই লাইগা থাকেন । ২/৩ দিন রাগ
দেখাবে পরে আস্তে আস্তে দেখবেন প্রেম
জমে ক্ষীর । ”
এতদিনে বুঝলাম আসলে কেমনে কি
ভবিষ্যতে আর ভুল করা যাইবেক না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.