আমাদের কথা খুঁজে নিন

   

পবায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

রাজশাহীর পবা উপজেলার তেঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফজর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পবা উপজেলার বসন্তপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাজশাহী থেকে তানোরগামী একটি যাত্রীবাহী বাস তেঘর এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফজর আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন বলেন, এ ব্যাপারে তাদের কাছে কেউ কোন  অভিযোগ করেনি। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।