আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বিশ্ব ইজতেমা-২০১৪: নাউজুবিল্লাহ্ না আলহামদুলিল্লাহ্ ?

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে শুরু করেছে। এরকম ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে যেতে পারলে সবই সম্ভব। পুলিশ-প্রশাসন কি করতে যাচ্ছে সে বিষয়ে আগে থেকে বেশিরভাগ সাধারণ মানুষই অন্ধকারে থাকে, যার ফলে তাদের মধ্যে একটা নেগেটিভনেস কাজ করে। তাদের এ সমস্যাটা কাটানো যায় প্রশাসনের জনকল্যানমূলক কাজগুলো আগে থেকে তাদেরকে জানিয়ে।

তাছাড়া প্রশাসন এবং জনগণের মাঝে একটা সহজ যোগাযোগ ব্যাবস্থা থাকা অবশ্যই উচিত। আর বর্তমান সময়ে "এই মাধ্যম" যে সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম সেটা বলাই বাহুল্য। প্রশাসনের এই ধরণের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সমস্ত দেশের ট্রাফিক সহ প্রশাসনের অন্যান্য বিভাগ গুলোরও এরকম ডিজিটাল শাখা হবে। আসুন জেনে নেই কি কি হচ্ছে...

আগামী ২৪ জানুয়ারী থেকে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে #বিশ্ব_ইজতেমা_২০১৪ ইং। গাজীপুর জেলা ট্রাফিক বিভাগ হতে সবাই কে বিশ্ব ইজতেমার শুভেচ্ছা জানানো হয়েছে।

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে গাজীপুর জেলা পুলিশ । এরই অংশ হিসেবে (ট্রাফিক বিভাগ) জেলা প্রশাসনের সহায়তায় আজকে টঙ্গী ষ্টেশন রোড এর কাছে “মুন্নু গেট - কামারপাড়া” রাস্তায় উচ্ছেদ অভিযান চালিয়েছে । ইজতেমা ময়দানের পাশের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির আশেপাশে অসংখ্য অবৈধ দোকানপাট গড়ে উঠে ছিলো। দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এই কাজটি আগামীতেও চলবে ।
**বিশ্ব ইজতেমা-২০১৪ উপলক্ষ্যে ডিজিটাল ট্রাফিক প্ল্যান** ‍




প্রতিবারের মতো এবারো ইজতেমায় আগত মুসল্লীদের আগমনকে সহজ করার লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ ট্রাফিক ব্যবস্থা কে ঢেলে সাজিয়েছে ।

কোন কোন পথে বাস/ট্রাক চলবে, ইজতেমায় আগত মুসল্লীদের গাড়ি চলাচল কোন পথে করবে সব দিক বিবেচনা করে ট্রাফিক ম্যাপ সাজিয়েছে । এবারই প্রথম ট্রাফিক নির্দেশনা দেয়ার গুগল ম্যাপ ব্যবহার করা হলো। ম্যাপে যতদূর সম্ভব সহজ ভাবে দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করা হয়েছে।
এই ট্রাফিক প্ল্যান ইজতেমা শুরুর দিন থেকে মোনাজাতের দিন পর্যন্ত বহাল থাকবে ।
১ম পর্ব ২৪ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী ;
২য় পর্ব ৩১ জানুয়ারী হতে ২ ফেব্রুয়ারী পর্যন্ত



**ইজতেমা মাঠের জেলাভিত্তিক ম্যাপ **

প্রতিবারের তো এবারো ২ ধাপে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছেন তাবলীগ জামাতের মুরুব্বিগণ ।
এ উপলক্ষ্যে আমরা তাবলিগের ইজতেমা কমিটির কাছ থেকে প্রথম ধাপে বিভিন্ন জেলার লোকজন যেসব জায়গায় অবস্থান গ্রহণ করবেন এ সংক্রান্ত ইজতেমা মাঠের বিভিন্ন খিত্তা, খিত্তার খুঁটি নম্বর সম্বলিত ম্যাপ আমাদরে হাতে পৌছেঁছে ।
আপনারা যাতে বড় আকারে ম্যাপ টি প্রিন্ট করে নিতে পারেন এজন্য স্কেন কপি সংযোজন করা হলো।
কোথায় কি হবে সেটা জানানো হবে ইনশাল্লাহ। তার জন্য চোখ রাখতে হবে Traffic Division, Gazipur ফেসবুক পেজটিতে।


এর পরও কেউ অসুবিধা মনে করলে ট্রাফিক/গাড়ি পার্কিং সংক্রান্ত সমস্যায় ফোন করতে পারেনঃ
০১৭ ৬৯ ৬৯ ০৪২০
সাখাওয়াত হোসেন
সহকারী পুলিশ সুপার
শহর ও যানবাহন নিয়ন্ত্রণ শাখা
গাজীপুর জেলা পুলিশ ।
(সবাইকে শেয়ার করার অনুরোধ থাকল যাতে অনেকেই উপকৃত হয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.