আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং গ্যালারি [পর্ব -৯]:: পিএস ৪ এর রিভিউ

আসসালামুয়ালাইকুম । চলে এলাম আমার চেইন টিউন এর ৯ তম পর্বে । আসা করি আপনাদের আমার রিভিউ ভালো লাগে
 
আজকের রিভিউ পিএস ৪ নিয়ে

 
 
কিছুদিন পূর্বে বাজারে এসেছে SONY এর গেম খেলার যন্ত্র Playstation 4 বা PS4 । Sony ২০০৬এ PS3 বের করার ৭বছর পর ২০১৩ এর নভেম্বরে PS4 বাজারে ছাড়ল । এটা তৈরি করে দিয়েছে FOXCON ।

এটা অষ্টম প্রজন্মের গেমিং কনসোল । PS4 এর প্রধান প্রতিদ্ধন্দী মাইক্রোসফটের Xbox One এবং Nintendo এর Will U । এবার জানা যাক PS4 এ কি কি আছে --
PS4 এ ব্যাবহার করা হয়েছে AMD এর তৈরি 8 কোরের APU ( cpu & gpu একই সঙ্গে ) প্রসেসর । এই প্রসেসরে রয়েছে দুইটি quad core moduler ( 4x2 = 8 core ) । এই প্রসেসরের ক্লক স্পিড 1.6 Ghz ।

PS4 এর GPU তে রয়েছে 1152টি কোর । প্রতি 64 কোরে 1টি করে Computing unit মোট 18টি । যা ডেস্কটপের GPU HD7850 এর মত পারফর্মেন্স দেবে । PS4 এর GPU তে AMD এর GCN সার্ভিস দেবে । PS4 এ দেয়া হয়ে 8GB DDR5 র্র্যাম ।

যার Bandwide 176 Gbp/s । এছাড়া PS4 এ একটি সেকেন্ডারি CPU আছে 256MB র্র্যাম রয়েছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এর জন্য । 500GB এর HardDisk রয়েছে যা পরে আপডেট করা যাবে
PS4 চলবে Orbis অপারেটিং সিষ্টেমে যেটা FreeBSD 9.0 এর থেকে মডিফাই করে বানানো হয়েছে । PS4 চালু করতে ইন্টারনেটের প্রয়োজন নেই । তবে ইন্টারনেটে সংযুক্ত করলে Playstation Network এর মাধ্যমে playstation store , music unlimited , video unlimited সার্ভিস পাওয়া যাবে
 
PS4 blue-ray dvd , dvd সাপোর্ট করবে ।

PS4 এ রয়েছে WiFi , bluetooth 2.1 , ethernet , Dual Shock 4 controler , playstation vita . Playstation app এর মাধ্যমে Smart phone , tablet কে সেকেন্ড স্ক্রিন হিসেবে ব্যাবহার করা যাবে । PS4 HD TV অথবা Monitor এ সংযুক্ত করার জন্য রয়েছে HDMI port ; আলাদা কোন Sound port অথবা DVI পোর্ট নেই ।
ps4 এ কন্ট্রোলার হিসেবে রয়েছে Dualshock 4 কন্ট্রোলার । এতে রয়েছে ক্লিকেবল টাচ প্যাড । শেয়ার বাটন আছে যেটায় টিপ দিলেই সর্বশেষ ১৫ মিনিটের গেমপ্লে ফেসবুকে আপলোড হবে ।

কন্ট্রোলারে রয়েছে নন রিমুভেবল 1000mAH লিথিয়াম আয়ন ব্যাটারি । Dual shock 4 ব্লটুথের মাধ্যমে PS4 এর সঙ্গে যুক্ত হবে
PS4 সর্বোচ্চ 4k resulation সাপোর্ট করবে । PS4 এ রয়েছে AUDIO CD সাপোর্ট করবে । এতে রয়েছে Remote play যা ব্যাবহার করতে PS Vita লাগবে ।
PS4 এ ডিরেক্টলি PS3 এর কোন গেম চলবে না ।

তবে Sony জানিয়েছে Playstation Now নামক সার্ভিসের মাধ্যমে PS3 এর কিছু গেম চলবে ।
PS4 এর বিক্রি 5মিলিওন ছাড়িয়েছে । PS4 এর দাম ধরা হয়েছে USA এতে 399$ , ইউরোপে 399€ , বৃটেনে 349£ ।
 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।