আমাদের কথা খুঁজে নিন

   

লড়াইঃ শাহবাগী বনাম শাহবাগী

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ স্কয়ারে চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে ছাত্রলীগ ও ১৪ দলের শরীক ছাত্র সংগঠনের সঙ্গে ব্লগারদের তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে।
শুত্রবার বিকেলে সমাবেশ থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা নিয়ে এ মতবিরোধ সৃষ্টি হয়।

ব্লগার, ছাত্র ইউনিয়ন এ কর্মসূচিকে আপসকামী আখ্যায়িত করে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের পক্ষে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, ১৪ দলের শরীক জাসদের ছাত্র সংগঠন জাসদ-ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টির ছাত্রমৈত্রী জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া পক্ষে।

এ নিয়ে রাত ১১টা পর্যন্ত ব্লগার ও ছাত্রলীগের মধ্যে কয়েকবার মাইক নিয়ে টানাটানির ঘটনায় ঘটে।



ব্লগাদের অভিযোগ, তাদের এককর্মীকে মিরপুরে খুন করা হয়েছে। ছাত্রলীগ জামায়াতের সঙ্গে আঁতাত করে এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত চেষ্টা করছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। অনেক ব্লগার ও ছাত্র ইউনিয়ন নেতারা ডা. ইমরানকে ছাত্রলীগের দালাল হিসেবেও আখ্যায়িত করেছেন। এ নিয়ে ব্লগারদের একাংশ ‘প্রজন্ম চত্তর’ নামে ফেসবুক গ্রুপে ডা. ইমরানকে নিয়ে আপত্তিকর অনেক মন্তব্যও করেছে।




পরে রাত ১১টা ৫ মিনিটে ছাত্রলীগের মতামতকে উপেক্ষা ছাত্র ইউনিয়ন ও ব্লগারদের একাংশ সারাদিন শাহবাগে থাকার ঘোষণা দেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।