আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আটে নাদাল, মারে, ফেদেরার

সোমবার চতুর্থ রাউন্ডে স্পেনের নাদাল ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে হারিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে। সরাসরি সেটে জিতলেও শেষ আটের টিকিট পেতে কিন্তু বেশ লড়তে হয়েছে নাদালকে। তিন ঘণ্টা ১৭ মিনিট দীর্ঘ ম্যাচের প্রথম ও তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে।   

সহজ জয় পেয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছে এই সুইস তারকা।

অ্যান্ডি মারে।

এদিকে ফ্রান্সের স্তেফানে রবের্তের বিপক্ষে প্রথম দুই সেট জিতে সহজ জয়ের আশা জাগিয়েছিলেন ব্রিটেনের তারকা মারে। কিন্তু তৃতীয় সেটে ঘুঁড়ে দাঁড়ান রবের্তে। শেষ পর্যন্ত অবশ্য ৬-১, ৬-২, ৬-৭, ৬-২ গেমে জয় নিশ্চিত করেন দুটি গ্র্যান্ড স্লাম জয়ী মারে।

সোমবার সকালে মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভার কাছে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হেরে যান তৃতীয় বাছাই রুশ তারকা শারাপোভা

আগের দিন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে বাদ পড়েন সেরেনা উইলিয়ামস

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।