আমাদের কথা খুঁজে নিন

   

বর্ন টু টাচ্ ইয়োর ফিলিংস....



ধানমন্ডি বয়েজ স্কুলে পড়তাম। বাসা ছিল মোহাম্মদপুর তাজমহল রোডে। স্কুলে যাতায়াত ও টিফিন বাবদ আমার দৈনিক বরাদ্দ ছিল সর্বোচ্চ দশ টাকা। রিকশায় শেয়ারে যেতাম জুয়েলের সাথে। ফেরার পথে একটা মজার কাজ করতাম।

আসাদগেট পর্যন্ত হেঁটে এসে বন্ধু পাভেল, শরীফ, বাসেদ, পলিন, ইশতি- এদের সাথে বাসে উঠে পড়তাম। সেই সময় আমাদের স্কুল ছুটির পর পরই কোত্থেকে যেন স্টাফ বাস চলে আসতো। দুই দরজা ওয়ালা নীল রংয়ের সেই বড় বাসগুলো এখন আর দেখা যায় না।
যাই হোক, সেই বাসে ভাড়া লাগতো পঞ্চাশ পয়সা কি এক টাকা ..ঠিক মনে নাই। নূরজাহান রোডের মাথায় নেমে যে যার বাড়ী চলে যেতাম।

আমি একাই হেঁটে বাড়ি ফিরতাম। এইভাবে মাস শেষে বেশ কিছু টাকা জমে যেত। তারপর তো মজা!...ইচ্ছা মতো বই আর ক্যাসেট কিনতাম।
সেই সময় কেনা আমার খুব প্রিয় একটা গানের ক্যাসেট ছিল “Best of Scorpions"
ওই ক্যাসেট এর ভিষন প্রিয় একটা গান ”Born to touch your feelings"
যতবার শুনি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়।
আজ গানটা শেয়ার করলাম সেই দিনগুলো আর বন্ধুদের উদ্দেশ্যে।


বন্ধুদের সাথে আজো কদাচিৎ দেখা হয়।
কিন্তু দিনগুলো আর কোনদিন ফেরানো যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.