আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেনের 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশটির বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল তিনি জানান, সংকট সমাধানে একটি সর্বদলীয় কমিশন গঠন করা হবে। এদিকে বিরোধী নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েক মাস ধরে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোটভুক্ত করার দাবিতে আন্দোলন করে আসছে দেশটির বিরোধীদলীয় জোট। এর আগে রবিবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহিংসতা বন্ধ ও জরুরি ভিত্তিতে রাজনৈতিক আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। নভেম্বরে ইইউর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাতিলের পর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিক্ষোভের সূত্রপাত হয়। এতে ইয়ানুকোভিচের পদত্যাগ দাবি করা হয়। সম্প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি আইন পাস করা হলে বিরোধীরা ফুঁসে ওঠেন। কিয়েভের স্বাধীনতা স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর এক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, আইনে মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। ক্ষমতাসীন দল অবশ্য এ দাবি অস্বীকার করে জানিয়েছে, ইউরোপীয় মানদণ্ড মেনে আইন প্রণয়ন করা হয়েছে। তবে পশ্চিমা বিশ্ব নতুন আইনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.