আমাদের কথা খুঁজে নিন

   

ভোটারদের নিরুৎসাহিত করতে ১৮ দলের লিফলেট ব

ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করতে বরিশালে লিফলেট বিতরণ করছেন ১৮ দলের নেতা-কর্মীরা। নিজ নিজ ওয়ার্ডের সংগ্রাম কমিটি ভোটারদের নিরুৎসাহিত করার দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন জানান, নির্বাচনী এলাকার জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করতে লিফলেট নিয়ে তৃণমূল কর্মীদের 'ডোর টু ডোর' যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এবং স্বতন্ত্র প্রার্থী মিসেস সাবিনা আক্তার ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নাসিরউদ্দিন নাসিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১০০টি কেন্দ্রের মধ্যে ৬৭টিই ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করায় জনমনে দেখা দিয়েছে নানা শঙ্কা। এ আসনে মোট ভোটার ২,৫৮,৮৭৬ জন। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি এবং ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এখানে মোট ভোটার ২,১৭,১৩৯ জন। বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বিএনএফের আঞ্জুমান সালেহীন এবং জেপি (মঞ্জু) প্রার্থী শেখ মো. জয়নাল। এ আসনে ১০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ২,৭৩,৫৬৩ জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.