আমাদের কথা খুঁজে নিন

   

'ইউসুফের নামে স্লোগান দেওয়ার কথা শুনেছি'

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ২২তম সাক্ষী যুগল কৃষ্ণ দাশ। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্যগ্রহণ করেন। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শুনানিতে অনুপস্থিত ছিলেন। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী মিজানুল ইসলাম। আজ পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

জবানবন্দিতে বিজয় কৃষ্ণ দাশ বলেন, ১৯৭১ সালের ১৩ মে বাগেরহাটের সদর থানাধীন রণজিতপুরে ৬০ থেকে ৭০ জন রাজাকারের একটি দল আক্রমণ করে। তাদের আসতে দেখে আমরা আত্দগোপন করি। রাজাকাররা লুটপাট ও বাড়িঘরে অগি্নসংযোগ করে। নির্বিচারে মানুষ হত্যা করে। তাণ্ডব চালিয়ে তারা ফিরে যাওয়ার সময় 'পাকিস্তান জিন্দাবাদ-ইউসুফ ভাই জিন্দাবাদ' স্লোগান দেয়।

রাজাকাররা চলে যাওয়ার পর আমরা গ্রামে ফিরে স্কুলের সামনে ৮ থেকে ১০টি লাশ পড়ে থাকতে দেখি। সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি, পুরো গ্রামে ৫০ থেকে ৬০ জনকে গুলি করে হত্যা করেছে রাজাকাররা।

সাঈদীর আপিল শুনানি : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপরে শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল ২৩তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।

 

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.