আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন

আদালতে হাজির হয়ে সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে তারা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ফখরুলকে এক মামলায় ৮ সপ্তাহের জামিন দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চার মামলায় ৮ সপ্তাহ, গয়েশ্বর চন্দ্র রায়কে চার মামলায় ৪ সপ্তাহ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ৫ মামলায় ৪ সপ্তাহ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে ২ মামলায় ৪ সপ্তাহের জন্য জামিন দেয়া হয়েছে।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল, রাগিব রউফ চৌধুরী প্রমুখ শুনানি করেন।

মো. সেলিম আরো বলেন, “জামিনের মেয়াদ শেষে বিএনপির এসব নেতাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এরপর জামিন থাকবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেই আদালতের বিচারক। ”

ফাইল ছবি

এর আগে একই আদালত কারাবন্দি বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনকে ৬ মাসের জন্য জামিন দেয়।

গত ১৬ জানুয়ারি এই আদালত তিন মামলায় ফখরুলকে পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়।

আমীর খসরুসহ চট্টগ্রামের ৪৭ নেতাকর্মীর জামিন

গাড়ি পোড়ানোসহ বিভিন্ন মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম বিএনপির ৪৭ নেতাকর্মী।

বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চে চট্টগ্রামের এসব নেতাদের চার সপ্তাহের জন্য জামিন হয়।

চট্টগ্রামের কোতোয়ালি, চকবাজার, আকবর শাহ ও ইপিজেড থানার চার মামলায় জামিন পান বিএনপির এই নেতারা।

জামিন পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর কমিটির সহসভাপতি শামসুল আলম প্রমুখ।  

গত বছরের ২৭ নভেম্বর নগরীতে ১৮ দলের অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় মামলা চারটি করে পুলিশ।

‘মীর নাছিরকে হয়রানি নয়’

এদিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি নেতা মীর মো. নাছিরউদ্দিনকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ আদেশ দিয়েছে।

মীর নাসিরের ছেলে মীর হেলাল উদ্দিন এদিন আদালতে বাবার পক্ষে শুনানি করেন।

সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরকে এক মাস আগে গ্রেপ্তার করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।