আমাদের কথা খুঁজে নিন

   

৫ বছরই থাকব: মুহিত

আগাম নির্বাচনের বিষয়ে বিদেশি কোনো দেশ বা সংস্থার কোনো ধরনের চাপ নেই বলেও দাবি করেছেন তিনি।

বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অধিকাংশ দেশ এই নির্বাচনে হতাশা প্রকাশ করে সব দলের অংশগ্রহণে নতুন করে নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়েছে।  

আগাম নির্বাচন অনুষ্ঠানে বিদেশের কোনো চাপ রয়েছে কি না- সচিবালয়ে সাংবাদিকদের এই প্রশ্নে মুহিত বলেন, “হোয়াট ইজ চাপ?

“আমরা ৫ বছরের জন্য নির্বাচিত সরকার, ৫ বছরই থাকব।”

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপির উদ্দেশে সরকার বলেছে, যদি তারা জামায়াতে ইসলামীর সঙ্গ এবং সহিসংতা বন্ধ করে, তবে সংলাপের মাধ্যমে আগাম নির্বাচন হতে পারে।

দুই বছর পর নির্বাচন হবে- রাজনৈতিক মহলে এই আলোচনার কথা তুলে ধরা হলে মুহিত বলেন, “এটা কই শোনেন আপনারা। আমি তো কোথাও শুনি না।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।